বাগবিতণ্ডার জেরে ২০০৪ সালে প্রতিবেশীকে বেলচা দিয়ে পিটিয়ে হত্যা করেন জিয়াও। ঘটনাটি চীনের জিনজিয়াংয়ের। এরপর তিনি স্ত্রী-সন্তান ফেলে পালিয়ে যান ফুজিয়ানের পাহাড়ে। ওই হত্যাকাণ্ডে তার সাজার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তাই গ্রেপ্তার এড়াতে ২০ বছর ধরে বোবা ও বধির সেজে অভিনয় করে বেড়ান তিনি। শেষ রক্ষা হয়নি তার। সম্প্রতি হুবেই প্রদেশ থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ওই হত্যাকাণ্ডের পর থেকে পুলিশ জিয়াওকে খুঁজতে থাকে। তার ছবি জাতীয় তথ্যবায়তনেও প্রকাশ করা হয়। এর পরও তার খোঁজ পাওয়া যায়নি। কারণ তার ছবির সঙ্গে যাকে মেলে তিনি এক ‘বধির ও বোবা’ মেথর। তবে গত মাসে অ্যানজি এলাকা থেকে ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়ার পর রহস্য উদ্ঘাটন হয়।
তিনি যেখানে থাকতেন, সেখানে কেউই তাকে অপরাধী হিসেবে কখনো সন্দেহ করেনি। কারণ এ বিষয়ে কারও সঙ্গে তিনি কখনো কথা বলেননি। যাইহোক, জিয়াও পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন। পরে শনাক্তের জন্য তাকে তার গ্রামে নেওয়া হয়। এখন তার দীর্ঘমেয়াদে কারা ভোগ করতে হবে। সূত্র: অডিটিসেন্ট্রাল