** ২৭ আগস্ট আন্তর্জাতিক লটারি দিবস।
** প্রথম লটারির আবির্ভাব ঘটে চীনে, খ্রিষ্টপূর্বাব্দ ২০১ থেকে ১৮৭ সালের দিকে।
** যুক্তরাষ্ট্রের লটারি জ্যাকপটে সর্বোচ্চ অঙ্কের বিজয়ী পেয়েছিলেন ১৫৯ কোটি ডলার।
** এক জরিপে দেখা গেছে লটারিতে মোটা অঙ্কের টাকা জেতার পরও ৪৮ ভাগ লোক তাদের আগের কাজই করে গেছেন।
** একজন আমেরিকান বছরে গড়ে লটারির পেছনে প্রায় ২২ হাজার টাকা খরচ করেন।
** বিশ্বের অনেক দেশেই এমন কিছু মানুষ আছে, যারা ময়লার ভাগাড়ে শুধু লটারির টিকিট খুঁজে বেড়ায়। এই আশায় যে তাদের খুঁজে পাওয়া টিকিটটাই বিজয়ী হবে।
** টিকিটের গায়ে কারও নাম লেখা থাকে না। তাই বিজয়ী টিকিটের পেছনে যার স্বাক্ষর থাকবে তাকেই মূলত পুরস্কারের টাকা দেওয়া হবে।
** লটারি জিতলে কিছু বন্ধু পর হয়ে যায় ঠিকই। তবে জরিপ বলছে সংখ্যাটা ৭ শতাংশের বেশি নয়।
** দ্য কিংস স্পিচ, বিলি ইলিয়ট ও দ্য লাস্ট কিং অব স্কটল্যান্ডের মতো আরও অনেক জনপ্রিয় ব্রিটিশ সিনেমা নির্মাণের তহবিল এসেছিল ইউকে ন্যাশনাল লটারি থেকেইসরোতে।
মন্তব্য করুন