আমাদের খুলিতে ২২টি হাড় আছে। তবে শুধু চোয়ালেরটাই আমরা নাড়াতে পারি। খুলির ওপরের গোল অংশটা একটি হাড় নয়, এটি মোট ৮টি ভিন্ন হাড়ের জোড়া।
মানবদেহের সবচেয়ে শক্তিশালী হাড়টা হলো ঊরুর অস্থি তথা থাইবোন। এটি আমাদের শরীরের ওজনের চেয়ে ৩০ গুণ ভার নিতে পারে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী হাড় আছে গন্ডারের ঊরুতে। ওটা ১১০ টন ভার নিতে পারে।
৩০ বছর বয়সে আমাদের হাড় সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছায়। এরপর থেকেই কমতে থাকে সেগুলোর ক্ষমতা।
মানবদেহে মোট হাড় ২০৬টি। এর মধ্যে চার হাত-পায়েই আছে ১০৬টি।
মন্তব্য করুন