রাজনৈতিক নেতাদের সাজার ঘটনা ছিল আলোচিত। এ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানসহ দেড় হাজার নেতাকর্মী দণ্ডিত হয়েছেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসসহ শীর্ষ নেতাদের কারাগারে পাঠানো হয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যাচেষ্টা মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজনের সাজা দেন আদালত। ২০ নভেম্বর বিএনপির অবরোধ চলাকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। আদালতের নিরাপত্তা নিয়ে ফের আলোড়ন সৃষ্টি করে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মামলা, অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিনকে সাজা, ক্যাসিনো জি কে শামীম ও সেলিম প্রধানের সাজার রায়ও ছিল উল্লেখযোগ্য।