এ বছর গ্রীষ্মে রাজধানীজুড়ে তাপপ্রবাহের পাশাপাশি উত্তাপ ছড়িয়েছে আগুনের শিখা। বঙ্গবাজার থেকে শুরু করে নিউমার্কেট, কৃষি মার্কেট হয়ে আগুনের রথ থামে মহাখালীর খাজা টাওয়ারে। ছোটখাটো আরও কিছু মার্কেটেও আগুন লাগার ঘটনা ঘটেছে। হতাশা আর আতঙ্কে ছিলেন করোনার ধকল কাটিয়ে সদ্য লাভের মুখ দেখা ব্যবসায়ীরা। এসব আগুন নিয়ে নাশকতার সন্দেহ উঠে এসেছিল প্রশাসন ও মন্ত্রী ও এমপিদের কথায়। আলোচনায় এসেছিল মার্কেটগুলোর অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও। যথারীতি প্রশাসন ও নীতিনির্ধারকদের কর্মব্যস্ততার দৌড় ঘটনাস্থল পরিদর্শন, সভা, সেমিনার আর তদন্ত কমিটি পর্যন্তই।