মিঠু দাস জয়, সিলেট
প্রকাশ : ১১ মে ২০২৪, ০৩:১৬ এএম
আপডেট : ১১ মে ২০২৪, ০৯:০০ এএম
প্রিন্ট সংস্করণ

প্রস্তুতি নেই সিসিকের

প্রস্তুতি নেই সিসিকের

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতি ও গতকাল শুক্রবার দুদিনে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর পরও নগরীতে ডেঙ্গুর প্রতিরোধে নেই প্রস্তুতি। নগরীর ছড়া, নালা, ড্রেন পরিষ্কারে নেই কোনো উদ্যোগ। সারা বছর কোনো উদ্যোগ না নিলেও জুন মাস এলেই তড়িঘড়ি করে কিছু পরিচ্ছন্নতা অভিযান আর সভা-সেমিনার করেই দায় সারে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এবারও তারা আসন্ন বর্ষার অপেক্ষা করছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী, গত বছর সিলেট শহরে ৮১ জন রোগী শনাক্ত হয়। এর মধ্যে রয়েছে ভ্রমণজনিত ৭৭ জন। এদিকে কীটতত্ববিদ ডা. শফিকুল ইসলাম বলেছেন, সারা বছর ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ না করলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

সরেজমিন নগরের তালতলা, লামাবাজার, সোবহানীঘাট, আম্বরখানা, মিরাবাজার, শিবগঞ্জ ঘুরে দেখা গেছে, এসব এলাকার ড্রেনগুলোতে পোকা কিলবিল করছে। এ ছাড়া বিভিন্ন বাসা ও মার্কেটের সামনে বোতল, বিভিন্ন ধরনের কৌটা ও খাবারের প্যাকেটে পানি জমে আছে। জমে থাকা এ পানি থেকেই এডিস মশার প্রজনন ঘটতে পারে।

সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি অর্থবছরে ডেঙ্গু প্রতিরোধে বাজেট হলেও পুরো টাকা খরচ হয় না। ২০২২-২৩ অর্থবছরে বাজেট ছিল ২ কোটি টাকা। এর মধ্যে খরচ হয় ১ কোটি ৪৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরেও বাজেট হয় ২ কোটি টাকা। এর মধ্যে ৪৫ লাখ টাকা খরচ করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম কালবেলাকে বলেছেন, বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বাড়বে। এ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। করপোরেশনের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন। কোথাও ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে। এ ছাড়া সচেতনতার জন্য প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বৈঠক করা হবে। মশক নিধন অভিযান অন্যান্য বছরের তুলনায় এবার আরও জোরদার করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার কোনো বিকল্প নেই জানিয়ে ডা. জাহিদ বলেন, বিশেষ করে শিশু ও বয়স্কদের বিষয়ে যত্নশীল হতে হবে। আর ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অন্যথায় বড় জটিলতা সৃষ্টি হতে পারে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী কালবেলাকে বলেন, গত দুদিনে নারীসহ ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে সব ধরনের প্রস্তুতি আছে। পুরুষ-নারী-শিশুদের জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি দিয়ে জবি ছাত্রীসংস্থার আত্মপ্রকাশ

২৮ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

২০৭ কোটি টাকার ঋণ খেলাপী / আসিফ এপারেলসের এমডিসহ ২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

শহীদ আলভীর অসুস্থ পিতার পাশে আমিনুল হক

বুজতেছি না এ সরকার কি আমাদের, নাকি কাদের: ইব্রাহীম

কবি নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত : ডা. ইরান

শিল্পকলা একাডেমিতে শুরু মঞ্চ ও পোশাক কর্মশালা

এবার চতুর্থ সারির ক্লাবের কাছে হেরে ম্যানইউর বিদায়

ড. মাসুদের প্রচেষ্টায় দুর্ভোগ থেকে মুক্তি পেলো ৩ ইউনিয়নের মানুষ

বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছেন বাংলাদেশ স্পিনার

১০

রুমিন ফারহানার দুঃখ প্রকাশ

১১

বৃহস্পতিবার প্রকৌশল শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

১২

ভারতে নিষিদ্ধ অনলাইন জুয়া, বড় ধাক্কায় আইপিএল ও ভারতীয় ক্রিকেট

১৩

পদক্ষেপ নিলে মনে হয় দেশেই থাকা হবে না : ডিসি মাসুদ

১৪

রাজনৈতিক দলের মতামত নিয়ে ঐকমত্য কমিশনের সভা

১৫

ডিআরইউতে মঞ্চ ৭১–এর কর্মসূচি প্রত্যাহারের দাবি

১৬

জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক অংশীদারিত্ব অপরিহার্য: উপদেষ্টা

১৭

কনভেনশন হলে গেরিলা বৈঠকে গ্রেপ্তার শিমুল ৪ দিনের রিমান্ডে

১৮

শাহবাগে এসে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’

১৯

ইনকিলাব সম্পাদককে লিগ্যাল নোটিশ পাঠাল ছাত্রশিবির

২০
X