মিঠু দাস জয়, সিলেট
প্রকাশ : ১১ মে ২০২৪, ০৩:১৬ এএম
আপডেট : ১১ মে ২০২৪, ০৯:০০ এএম
প্রিন্ট সংস্করণ

প্রস্তুতি নেই সিসিকের

প্রস্তুতি নেই সিসিকের

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতি ও গতকাল শুক্রবার দুদিনে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর পরও নগরীতে ডেঙ্গুর প্রতিরোধে নেই প্রস্তুতি। নগরীর ছড়া, নালা, ড্রেন পরিষ্কারে নেই কোনো উদ্যোগ। সারা বছর কোনো উদ্যোগ না নিলেও জুন মাস এলেই তড়িঘড়ি করে কিছু পরিচ্ছন্নতা অভিযান আর সভা-সেমিনার করেই দায় সারে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। এবারও তারা আসন্ন বর্ষার অপেক্ষা করছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অফিসের তথ্য অনুযায়ী, গত বছর সিলেট শহরে ৮১ জন রোগী শনাক্ত হয়। এর মধ্যে রয়েছে ভ্রমণজনিত ৭৭ জন। এদিকে কীটতত্ববিদ ডা. শফিকুল ইসলাম বলেছেন, সারা বছর ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ না করলে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

সরেজমিন নগরের তালতলা, লামাবাজার, সোবহানীঘাট, আম্বরখানা, মিরাবাজার, শিবগঞ্জ ঘুরে দেখা গেছে, এসব এলাকার ড্রেনগুলোতে পোকা কিলবিল করছে। এ ছাড়া বিভিন্ন বাসা ও মার্কেটের সামনে বোতল, বিভিন্ন ধরনের কৌটা ও খাবারের প্যাকেটে পানি জমে আছে। জমে থাকা এ পানি থেকেই এডিস মশার প্রজনন ঘটতে পারে।

সিটি করপোরেশনের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি অর্থবছরে ডেঙ্গু প্রতিরোধে বাজেট হলেও পুরো টাকা খরচ হয় না। ২০২২-২৩ অর্থবছরে বাজেট ছিল ২ কোটি টাকা। এর মধ্যে খরচ হয় ১ কোটি ৪৫ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরেও বাজেট হয় ২ কোটি টাকা। এর মধ্যে ৪৫ লাখ টাকা খরচ করা হয়েছে।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম কালবেলাকে বলেছেন, বর্ষায় ডেঙ্গুর প্রকোপ বাড়বে। এ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। করপোরেশনের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন। কোথাও ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে জরিমানা করা হবে। এ ছাড়া সচেতনতার জন্য প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে বৈঠক করা হবে। মশক নিধন অভিযান অন্যান্য বছরের তুলনায় এবার আরও জোরদার করা হবে।

ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকার কোনো বিকল্প নেই জানিয়ে ডা. জাহিদ বলেন, বিশেষ করে শিশু ও বয়স্কদের বিষয়ে যত্নশীল হতে হবে। আর ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পেলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অন্যথায় বড় জটিলতা সৃষ্টি হতে পারে।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী কালবেলাকে বলেন, গত দুদিনে নারীসহ ৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতালে সব ধরনের প্রস্তুতি আছে। পুরুষ-নারী-শিশুদের জন্য আলাদা ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এনসিপি সরকারে গেলে প্রাইভেট সেক্টরেও শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব’

নিজ ফ্ল্যাটেই মিলল নিখোঁজ স্কুল শিক্ষিকার লাশ

শিক্ষক সমাজই হচ্ছে একটি জাতির ভিত্তি : মান্নান

কোন দেশের হাতে বিশ্বকাপ দেখতে চান গার্দিওলা?

মহানবীকে নিয়ে কটূক্তি, জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার

কড়াইলের দুর্গতদের পাশে আনসার-ভিডিপির ৯ দিনের মানবিক সেবা কার্যক্রম সমাপ্ত

স্টার্কের দাপটে ব্রিসবেনে হারের পথে ইংল্যান্ড

নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে ‘রোকেয়া রান’ অনুষ্ঠিত

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাবির ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি

১০

বাংলাদেশে নির্বাচন নিয়ে যা বললেন জয়শঙ্কর

১১

বাংলাদেশে আর কারও দাদাগিরি চলবে না : ডা. শফিকুর রহমান

১২

যেভাবে এশিয়ার সবচেয়ে দুর্বল মুদ্রায় পরিণত হলো ভারতীয় রুপি

১৩

আইপিএল নিলামে বিদেশি ক্রিকেটারদের জন্য দুঃসংবাদ

১৪

রাত জাগার অভ্যাসে অজান্তেই যে ক্ষতি করছে, বিশেষজ্ঞের সতর্কবার্তা

১৫

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

১৬

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ৩৮ দফা দাবি

১৭

পররাষ্ট্র উপদেষ্টা / আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে সরকার

১৮

যমজ সন্তান জন্ম দেওয়ার পর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু

১৯

নতুন ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে ৪০ হাজার মানুষকে খাওয়ানো হবে বিরিয়ানি

২০
X