তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৪, ০২:১২ এএম
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১২:৪৩ পিএম
প্রিন্ট সংস্করণ

আসছে অপূর্ব-মম’র ‘নীল ঘূর্ণি’

আসছে অপূর্ব-মম’র ‘নীল ঘূর্ণি’

বাংলাদেশের টেলিভিশন নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী জাকিয়া বারী মম। পুরো বছরই দুজন ছোট পর্দার ও ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে ব্যস্ত সময় পার করেন। এবার দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে নতুন নাটক নিয়ে জুটি বেঁধেছেন তারা। নাটকের শিরোনাম ‘নীল ঘূর্ণি’। এটি পরিচালনা করছেন সৈয়দ শাকিল।

নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্ত্বনু। ধারাবাহিকটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও মম। ধারাবাহিকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘এই ধারাবাহিকটিতে আজ থেকে প্রায় পাঁচ বছর আগে অভিনয় করেছিলাম। তখন আমি আর মম বহু খণ্ড নাটকে অভিনয় করেছি। আমাদের অভিনীত নাটকগুলো দর্শকের মধ্যে বেশ সাড়াও ফেলেছিল। বলা যেতে পারে, আমার অভিনীত শেষ ধারাবাহিক নাটক নীল ঘূর্ণি। গল্পটা খুব চমৎকার। গল্পের কারণেই এ ধারাবাহিকে অভিনয় করা হয়েছিল। এরপর আমি আর কোনো ধারাবাহিক নাটকে অভিনয় করিনি। খণ্ড নাটকে কাজ করা নিয়েই ব্যস্ত ছিলাম। আর এখন তো ওটিটি প্ল্যাটফর্মের কাজ নিয়েই ব্যস্ত। শাকিল ভাই ভীষণ গুণী একজন নির্মাতা। অনেক অভিজ্ঞ একজন পরিচালক। এই ধারাবাহিকের পর আমি শাকিল ভাইয়ের নির্দেশনায় আরও বেশকিছু ভালো গল্পের কাজ করেছি। সেগুলোও দর্শকপ্রিয়তা পেয়েছে। আশা করছি নীল ঘূর্ণি ধারাবাহিকটিও দর্শকের ভালো লাগবে।’

নাটকটি নিয়ে নির্মাতা সৈয়দ শাকিল বলেন, ‘আশা করছি আগামী মাসে দেশের একটি বেসরকারি চ্যানেলে ধারাবাহিকটির প্রচার শুরু হবে। অপূর্ব, মমসহ আরও যারা এতে অভিনয় করেছেন প্রত্যেকেই যার যার চরিত্রে বেশ যত্নশীল ছিলেন। আমার বিশ্বাস ধারাবাহিকটি দর্শকের ভালো লাগবে।’

নাটকটিতে অভিনয় নিয়ে মম বলেন, ‘অবশেষে নাটকটি প্রচারের মুখ দেখছে। বিষয়টি যেনে ভালো লাগছে। এই নাটকে আমরা সবাই খুব যত্ন নিয়ে কাজ করেছি। এটি আমার অনেক পছন্দের একটি কাজ। কারণবশত এতদিন এটি প্রচার করা হয়নি। এবার প্রচার হবে। একটি ভিন্ন চরিত্রে আমাকে দেখবেন দর্শক। কাজটি অনেক আগের হলেও, নতুন হয়েই প্রচার হবে। আশা করছি দর্শকদের জন্য এটি সুন্দর একটি কনটেন্ট হবে। কারণ যত্ন নিয়ে কাজ করলে সবকিছুই ভালো হয়।’

সৈয়দ শাকিলের নির্দেশনায় এর আগে অপূর্ব ‘সম্রাট’, ‘সোনার শিকল’ ও ‘অফ দ্য রেকর্ড’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন।

অন্যদিকে মম তারই নির্দেশনায় ‘অফ দ্য রেকর্ড’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন। অপূর্ব-মম অভিনীত উল্লেখযোগ্য খণ্ড নাটক-টেলিফিল্ম হলো ‘তুমি নাই’, ‘বিনি সুতোর টান’, ‘প্রেম তুমি, ‘নীল প্রজাপতি’, ‘আপন যে জন’,‘ থাপ্পড় থেরাপি’, ‘শেষ পর্যন্ত’,‘ গল্পের শেষে’, ‘প্রিয় ভাষিণী’, ‘অপেক্ষার তুমি’, ‘প্রেমিক পুরুষ’ ইত্যাদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের ব্যবসায়িক আইডিয়া প্রতিযোগিতা

দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

টাঙ্গাইলে ‘প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন’-এর আত্মপ্রকাশ, সভাপতি বুলবুল, সম্পাদক উজ্জ্বল

খালেদা জিয়া সংগ্রাম ও সাহসের প্রতীক : কাজী বাশার

চুপিসারে দ্বিতীয় বিয়ে সারলেন সামান্থা, পাত্র কে?

আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

টেকনাফে ৬ শিশুকে অপহরণ, কৌশলে পালাল দুজন

তরুণ ভোটারদের ভোটদানের আহ্বান আমিনুল হকের

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের যে সমাধান দিলেন পোপ লিও

কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী ইমরান

১০

বাবার মরদেহ আটকে রাখলেন ছেলে, ২৩ ঘণ্টা পর দাফন

১১

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন তামিম ইকবাল

১২

গরম দুধে মধু মিশিয়ে খাওয়া ভালো নাকি ক্ষতিকর? জেনে নিন

১৩

যে কারণে হোয়াটসঅ্যাপ আনইনস্টল করতে হয়েছিল ভারতের বিশ্বকাপ জয়ের নায়িকার

১৪

আইনজীবী আলিফ হত্যা : দুই আসামির বিরুদ্ধে ক্রোকি পরোয়ানা জারি

১৫

হবিগঞ্জ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থিতায় চমক, নয়া প্রার্থী অলিউল্লাহ নোমান

১৬

জীবনসঙ্গীকে অযথা সন্দেহ? হতে পারে ওথেলো সিনড্রোম

১৭

খালেদা জিয়ার সুস্থতা চেয়ে সিরাজদীখানে বিএনপির দোয়া মাহফিল

১৮

সারা দেশে বৃষ্টির পূর্বাভাস

১৯

সাগরে নিখোঁজ ১৩ জেলের সন্ধান মিলেছে

২০
X