ব্রিটিশ বংশোদ্ভূত আলবেনিয়ান গায়িকা ডুয়া লিপা। বিশ্বব্যাপী তার তারকা খ্যাতি রয়েছে। দক্ষিণ এশিয়ায়ও রয়েছে তার অসংখ্য ভক্ত। এবার দ্বিতীয়বারের মতো আবারও ভারতে কনসার্ট করতে আসছেন তিনি। তার কনসার্টের বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।
নভেম্বরের ৩০ তারিখ মুম্বাইয়ে অনুষ্ঠান করবেন আলবেনিয়ান এ গায়িকা। এর আগে ২০১৯ সালের নভেম্বরে প্রথম দেশটিতে কনসার্ট করেন। ডুয়া লিপাও তার ভারত সফরের বিষয়টি নিজের ইনস্টাগ্রাম থেকে নিশ্চিত করেছেন। কনসার্টটি ভারতের একটি ফুড ডেলিভারি সংস্থা আয়োজন করছে। কনসার্টের মূল উদ্দেশ্য অপুষ্টি দূর করা।
সংস্থাটি এরই মধ্যে তাদের পেজ থেকে কনসার্টের প্রচারণা শুরু করেছে। এদিকে ভারত সফর নিয়ে ডুয়া লিপা বলেন, ‘এ দেশে আসতে সবসময়ই আনন্দ হয় আমার। কারণ ভারত একটি কালচারাল দেশ। কিছুদিন আগেই আমি আম্বানি পরিবারের বিয়েতে এসেছিলাম। তবে সেটি ছিল একটি প্রাইভেট অনুষ্ঠান। এবার আবারও কনসার্ট করার সুযোগ হয়েছে আমার। সবাই প্রস্তুত হয়ে যান। নভেম্বরে আমরা একসঙ্গে আনন্দ করব।’
কনসার্টে ডুয়া লিপা ছাড়াও ভারতীয় দুই শিল্পীকে গান পরিবেশন করতে দেখা যাবে। তারা হলেন জনিতা গান্ধী ও তালউইন্দর।