তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১২:১৬ পিএম
প্রিন্ট সংস্করণ

গানই তো আমার সারা বেলার ভাবনা: রুনা লায়লা

গানই তো আমার সারা বেলার ভাবনা: রুনা লায়লা

সংগীতের জীবন্ত কিংবদন্তি রুনা লায়লা। শুধু বাংলাদেশে নয়, তার গানের খ্যাতি রয়েছে বিশ্ব সংগীতাঙ্গনেও। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ভাষায় ১০ হাজারেরও বেশি গান গেয়েছেন। কোটি কোটি সংগীতপ্রেমী শ্রোতাকে গানে মুগ্ধ করে চলেছেন ৬০ বছরেরও বেশি সময় ধরে। এখনো তিনি অনায়াসে স্টেজ শো মাতিয়ে রাখেন নিজের মতো করে। এখনো স্টেজ শোতে গান গাওয়ার প্রস্তাব এলে আনন্দিত হন তিনি। আজ তার জন্মদিন।

সিলেটে জন্ম নেওয়া রুনা লায়লার গ্রামের বাড়ি রাজশাহীতে। যদিও অনেক বছর তিনি শুধু গানই গেয়ে গেছেন। তবে কয়েক বছর আগে একজন সুরকার হিসেবেও তার অভিষেক হয়। এম এ আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ সিনেমায় সুরকার হিসেবে নিজের অভিষেক ঘটিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হন। পরবর্তী সময়ে তারই সুর করা গানে কণ্ঠ দিয়েছেন আশা ভোঁসলে, হরিহরণ, রাহাত ফতেহ আলী খান, আদনান সামি, আঁখি আলমগীরের মতো শিল্পীরা।

এদিকে আজ রুনা লায়লার জন্মদিনটি পরিবারের সদস্যদের সঙ্গেই বিশেষভাবে কাটবে বলে জানিয়েছেন তিনি। তবে থাকবে কাজের ব্যস্ততাও। দেশের একটি বেসরকারি চ্যানেলে তাকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানও সাজানো হয়েছে। এ ছাড়া বেশ কয়েকটি টিভি চ্যানেলে নানাভাবে রুনা লায়লাকে জন্মদিনে শুভেচ্ছা জানানো হবে বলেও নিশ্চিত করা হয়েছে।

নিজের জন্মদিনের বিষয়ে রুনা লায়লা বলেন, ‘জন্মদিনে শুধু সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আমি যেন আরও সুন্দর-সুন্দর গান শ্রোতা-দর্শককে উপহার দিতে পারি। সংগীতজীবনে দীর্ঘ ৬০ বছরের চলার পথে মানুষের যে শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছি, তাতে আমি মনে করি সবার দোয়াতে আমি আজ এ পর্যন্ত আসতে পেরেছি। বিশেষত জন্মদিন এলে বাবা-মা আর আমার বড় বোনকে (দীনা লায়লা) খুব মিস করি।’

এ সময় গান নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে রুনা লায়লা আরও বলেন, ‘সত্যি বলতে কী, গানই তো আমার সারা বেলার ভাবনা। বেশ কিছু পরিকল্পনা আছে নতুন গান নিয়ে। আমার সুরে যেমন কয়েকজন শিল্পীকে নিয়ে গান করার পরিকল্পনা আছে; ঠিক তেমনি আমিও অন্যের সুরে গান গাইব তেমন পরিকল্পনাও আছে। যেমন এরই মধ্যে সাদেক আলীর সুরে বেতারে প্রচারের জন্য দুটি গান করেছি। সামনে আরও গান আসছে।’

রুনা লায়লা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন ‘দ্য রেইন’, ‘যাদুর বাঁশি’, ‘অ্যাক্সিডেন্ট’, ‘অন্তরে অন্তরে’, ‘তুমি আসবে বলে’, ‘দেবদাস’, ‘প্রিয়া তুমি সুখী হও’ সিনেমাতে প্লেব্যাকের জন্য। রুনা লায়লা অভিনীত একমাত্র চলচ্চিত্র চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘শিল্পী’। এতে তিনি আলমগীরের বিপরীতে অভিনয় করেছিলেন। তবে আর কখনো অভিনয় করার আগ্রহ নেই তার। রুনা লায়লার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত দেশাত্মবোধক গান ‘যদি প্রশ্ন করো’। গানটি লিখেছেন প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার। সুর করেছেন শফিক তুহিন। তার কণ্ঠে সবশেষ প্রকাশিত আধুনিক গান তারই সুর করা ‘ফেরাতে পারিনি’ গানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার

ইসরায়েলকে উড়িয়ে দিল নরওয়ে

কারিনার রাগ সামলানোর উপায় জানালেন সাইফ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সচিব এহছানুল হক

হলুদ রঙে প্রকৃতিকে রাঙিয়ে তুলেছে বন লবঙ্গ

ব্র্যান্ড প্র্যাকটিশনারস আয়োজনে ‘ফুড অ্যান্ড বেভারেজ মার্কেটিং ফেস্ট’ অনুষ্ঠিত

ময়মনসিংহ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

গোল করে, করিয়ে দলকে জেতালেন মেসি

জেনে নিন আজকের স্বর্ণের বাজারদর

বিএনপিতে সন্ত্রাসী-দুষ্কৃতকারীদের জায়গা নেই : বিজিএমইএ সভাপতি 

১০

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ / বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা

১১

গাজায় নিশ্চিহ্ন মসজিদ, ধ্বংসস্তূপ থেকেই ভেসে আসছে আজান

১২

সন্ত্রাস করে বিএনপির মনোনয়ন পাওয়া যায় না : জালাল উদ্দীন

১৩

টিভিতে আজকের যত খেলা

১৪

সীমান্তে আটক ১৬ বাংলাদেশিকে হস্তান্তর

১৫

দেড় মাস পর ফের একই জায়গায় মিলল মরদেহ

১৬

লোকবল নেবে আরএফএল

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

রাকসু নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে ভিপি প্রার্থীদের নানা প্রতিশ্রুতি

১৯

দুটি ছাড়া ইরাকে যুক্তরাষ্ট্রের সব সেনাঘাঁটি বন্ধ হয়ে যাচ্ছে

২০
X