তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৪, ০২:৩১ এএম
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ

৪ সিনেমা নিয়ে প্রস্তুত কিয়ারা

৪ সিনেমা নিয়ে প্রস্তুত কিয়ারা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি। অভিনয় দক্ষতার মাধ্যমে ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি অর্জন করেছেন তিনি। এ ধারাবাহিকতায় নতুন বছরে ভক্তদের চমক দিতে যাচ্ছেন এই অভিনেত্রী। ২০২৫ সালে কিয়ারা অভিনীত ৪টি বিগ বাজেট সিনেমা মুক্তি পেতে যাচ্ছে।

গেম চেঞ্জার : ‘গেম চেঞ্জার’ কিয়ারা আদভানির ২০২৫ সালের অন্যতম প্রতীক্ষিত একটি ছবি। এটি একটি তেলেগু রাজনৈতিক থ্রিলার সিনেমা, যা পরিচালনা করেছেন এস শঙ্কর এবং ২০২৫ সালের ১০ জানুয়ারি এটি মুক্তি পেতে চলেছে।

এদিকে রাম চরণের বিপরীতে কিয়ারাকে দেখার জন্য দর্শকদের মধ্যে প্রবল উত্তেজনা সৃষ্টি করেছে। কারণ এরই মধ্যে ছবির টিজার এবং গানগুলোও ব্যাপক সাড়া ফেলেছে।

টক্সিক : কিয়ারা আদভানির আসন্ন সিনেমাগুলোর মধ্যে আরেকটি আকর্ষণীয় সংযোজন হলো কন্নাড় অ্যাকশন ফিল্ম ‘টক্সিক’। যেখানে তার সঙ্গে অভিনয় করছেন কেজিএফ খ্যাত অভিনেতা ইয়াশ। জাতীয় পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা গীতু মোহানদাস এই ছবিটি পরিচালনা করছেন। এই চলচ্চিত্রটি গোয়ার মাদক চক্রের ওপর ভিত্তি করে নির্মিত। ছবিতে কিয়ারাকে প্রথমবারের মতো ইয়াশের সঙ্গে জুটি বাঁধতে দেখা যাবে, যা অভিনেত্রীর ক্যারিয়ারে একটি নতুন মাত্রা যোগ করতে চলেছে। ছবিটির শুটিং ২০২৪ সালের গ্রীষ্মে শুরু হয়। সিনেমাটিতে ইয়াশ ও কিয়ারার পাশাপাশি নয়নতারা, ড্যারেল ডি সিলভাসহ আরও অনেকে অভিনয় করেন। ২০২৫ সালের ১০ এপ্রিল এটি মুক্তির কথা রয়েছে।

ওয়ার ২ : যশ রাজ ফিল্মসের ‘ওয়ার’ ছিল একটি বড় হিট সিনেমা। এ সিনেমায় অভিনয় করেছেন হৃত্বিক রোশান ও টাইগার শ্রফ। ছবিটি প্রোডাকশন হাউসের স্পাই ইউনিভার্সের একটি অংশ ছিল। তারই পরিপ্রেক্ষিতে এবার আবারও নির্মিত হতে যাচ্ছে ছবিটির সিক্যুয়েল ‘ওয়ার ২’।

এটি পরিচালনা করছেন আয়ান মুখার্জি এবং এতে অভিনয় করছেন কিয়ারা আদভানি, হৃত্বিক রোশান এবং জুনিয়র এনটিআরসহ অনেকে। তবে সিনেমাটিতে কিয়ারা কী চরিত্রে অভিনয় করবেন এ বিষয়ে তথ্য জানা যায়নি। এদিকে সিনেমাটির বিহাইন্ড দ্য সিনের চিত্র অনলাইনে ফাঁস হলেও এ বিষয়ে অভিনেত্রী নিজেও কিছু খোলসা করেননি। সিনেমাটি মুক্তি পাবে ২০২৫ সালের ১৪ আগস্ট।

ডন ৩ : ‘ডন ৩’ চলচ্চিত্রটি নিয়ে নানা গুজব শোনা যাচ্ছিল সোশ্যাল মিডিয়ায় এবং পরবর্তী সময়ে ফারহান আখতার সিনেমাটির তথ্য নিশ্চিত করেন। এই চলচ্চিত্রটিতে শাহরুখ খান এবং অমিতাভ বচ্চনের পর ফ্র্যাঞ্চাইজির প্রধান চরিত্রে রণবীর সিং অভিনয় করতে চলেছেন এবং তার বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানি।

জানা যায়, এরই মধ্যে অভিনেতা-অভিনেত্রীরা তার চরিত্রের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ছবির অন্যান্য বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে, যা দর্শকমহলে কৌতূহল সৃষ্টি করেছে। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলা সূত্রে জানা যায়, কিয়ারা আদভানি রণবীর সিংয়ের সঙ্গে একটি স্টাইলিশ চরিত্রে পর্দা ভাগ করবেন, যার কাহিনিও হবে বিনোদনমূলক। যদিও নির্মাতা এখনো বিস্তারিত কিছু বলেননি, তবে ছবিটি ২০২৫ সালে সবচেয়ে আলোচিত মুক্তি হতে চলেছে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার যেসব এলাকায় গ্যাস সরবরাহ ৮ ঘণ্টা বন্ধ থাকবে 

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ১৬৮২

মাটি খননের সময় বেরিয়ে এলো মর্টার শেল

এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের টানা চতুর্থ জয়

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনে প্রার্থী যারা

জামায়াত নেতাকে বহিষ্কার

ঢাবিতে ‘বিশ্ব গণতন্ত্র সম্মেলন’ শুরু হচ্ছে ২৯ ডিসেম্বর

বাবা-মায়ের কবর জিয়ারতের মাধ্যমে মিন্টুর দ্বিতীয় দিনের গণসংযোগ শুরু

কারাগারে থুথু ফেলা নিয়ে দুই হাজতির মারামারি, অতঃপর...

শায়খ মোখলেসুর রহমান কিয়ামপুরীর বুখারি পাঠদানের ৫৪ বছর পূর্তি উদযাপন

১০

এবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে ইনশাল্লাহ : জুয়েল

১১

ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তি ৪১০

১২

দম্পতিকে আশীর্বাদ করতে মঞ্চে উঠে বিপদে বিজেপি নেতা

১৩

সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ, যেভাবে আবেদন

১৪

যে নিয়মের কারণে বিপিএল খেলার অনুমতি পেলেন পিযুষ চাওলা

১৫

আপ বাংলাদেশের প্রথম জাতীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

১৬

পোস্টাল ব্যালটে ভোট দিতে ৭০ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন

১৭

ফের ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, শুক্রবার কততে বিক্রি হচ্ছে

১৮

ইমরান খান জীবিত না মৃত, প্রশ্ন ছেলের

১৯

শক্তি বাড়িয়ে ৮৮ কিলোমিটার বেগে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

২০
X