তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৩:৪২ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১২:২১ পিএম
প্রিন্ট সংস্করণ

বছর মাতাবে হৃতিকের ৩ সিনেমা

হৃতিক রোশন। ছবি: সংগৃহীত
হৃতিক রোশন। ছবি: সংগৃহীত

চলতি বছরে মুক্তি পেতে চলেছে হৃতিকের তিনটি সিনেমা। যেখানে তার পাশাপাশি জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানি এবং আলিয়া ভাটকে অভিনয় করতে দেখা যাবে।

ওয়ার ২: হৃতিক রোশন তার অ্যাকশন লুক, চমৎকার নাচের ভঙ্গি এবং ভিন্ন ধারার স্টাইল দিয়ে ‘ওয়ার’ সিনেমায় কবির চরিত্রে ভক্তদের মুগ্ধ করেছিলেন। সিনেমাটিতে তার সহঅভিনেতা ছিলেন টাইগার শ্রফ।

এবার সেই সিনেমার সিক্যুয়েল ‘ওয়ার ২’তে ফিরে আসতে চলেছেন হৃতিক। যেখানে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানি ও দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। সিনেমাটির শুটিং ফেব্রুয়ারি ২০২৪ সালে শুরু হয়েছিল এবং এটি ২০২৫ সালের ১৪ আগস্ট মুক্তি পাবে।

কৃষ ৪: হৃতিক রোশন যখন বি-টাউনে তার ভারতীয় সুপার হিরো ফ্র্যাঞ্চাইজি কৃষ নিয়ে এসেছিলেন, তখন তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পে নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।

সিনেমাটির সাফল্যে হৃতিকের ক্যারিয়ার উত্থান তো ঘটেই এবং দর্শকরাও ছবিটির সব কিস্তি ভীষণভাবে উপভোগ করেছিলেন। তবে নতুন বছরে ভক্তদের চমকে দিয়ে আসতে চলেছে ‘কৃষ ৪’ সিনেমা।

পিঙ্কভিলা সূত্রে জানা যায়, ওয়ার ২ এর শুটিং শেষ করার পর হৃতিক ২০২৫ সালের গ্রীষ্মে কৃষ ৪ শুটিং শুরু করবেন। সিনেমাটি পরিচালনা করবেন আগ্নিপথ সিনেমার পরিচালক করণ মালহোত্রা এবং অভিনেতার বাবা রাকেশ রোশন প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন। সিনেমাটির শুটিং মুম্বাই এবং ইউরোপের কিছু অংশে করা হবে। তবে সিনেমা ২০২৫ সালে মুক্তির কথা থাকলেও এখন পর্যন্ত তারিখ নিশ্চিত করেননি নির্মাতা। চলচ্চিত্রটিতে হৃতিকের পাশাপাশি অভিনয় করবেন নোরা ফাতেহি, প্রীতি জিনতা, নাসির উদ্দিন শাহসহ আরও অনেকে।

আলফা: পাঠান, টাইগার এবং ওয়ার সিরিজের পর যশরাজ ফিল্মস তার স্পাই ইউনিভার্সকে আরও সম্প্রসারণ করতে চলেছে। তারই পরিপ্রেক্ষিতে মুক্তি পেতে চলেছে ‘আলফা’ সিনেমা। ছবিটির প্রধান চরিত্রে আলিয়া ভাট ও শর্বরী ওয়াগ থাকলেও সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ক্যামিও চরিত্রটি নিয়ে। যেখানে হাজির হবেন হৃতিক রোশন।

পিঙ্কভিলার এক প্রতিবেদন থেকে জানা যায়, হৃতিক ২০২৪ সালের ৯ নভেম্বর মুম্বাইয়ে আলফার শুটিং শুরু করেন। তিনি আলিয়া ভাট ও শর্বরীর সঙ্গে অ্যাকশন-প্যাকড সিকোয়েন্স শুটিংয়ের আগে তিন দিনব্যাপী কঠোর প্রস্তুতি নিয়েছিলেন। প্রতিবেদন থেকে আরও জানা যায়, পরিচালক শিব রাওয়াইল এবং প্রযোজক আদিত্য চোপড়া অভিনেতার জন্য একটি বিশেষ অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন

করেছেন, যাতে দর্শকদের জন্য একটি স্মরণীয় সিনেমাটিক মুহূর্ত তৈরি

করা যায়। সিনেমাটি ২০২৫ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নিউমার্কেটে দোয়া মাহফিল

পরিবার সঞ্চয়পত্র নিয়ে যা যা জানা দরকার

হাত-পা বাঁধা অবস্থায় মিলল নিরাপত্তা প্রহরীর মরদেহ

নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা প্রেস সচিবের

তৃতীয় বিয়ে করায় স্বামীকে শিকলে বেঁধে রাখলেন স্ত্রী

চলন্ত গাড়ির ছাদে তরুণ-তরুণীর কাণ্ড ভাইরাল

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

সাগরে গভীর নিম্নচাপ, শীত নিয়ে নতুন বার্তা

ডিসেম্বরের এলপি গ্যাসের দাম নির্ধারণ কবে, জানাল কমিশন

টিফিনের টাকায় রাশিয়ান মিগ-২৯ আদলে ‘বিমান’ বানালেন হাসিব 

১০

দেশি-বিদেশি চিকিৎসকদের যুক্ত রেখেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে : মির্জা ফখরুল

১১

অক্সিজেন লাগছে খালেদা জিয়ার, প্রস্তুত রাখা হয়েছে আইসিইউ 

১২

বিশ্বের নামিদামি যেসব তারকা দল পাননি বিপিএলে

১৩

এশিয়ার বন্যায় ১ হাজার প্রাণহানি, সেনাবাহিনী মোতায়েন

১৪

এবার যুদ্ধবিমানে শক্তিশালী হচ্ছে তেহরান, কী কৌশলে এগোচ্ছেন খামেনি

১৫

খুলনায় চলছে ৮ দলের সমাবেশ

১৬

সেন্টমার্টিন থেকে ফেরার পথে স্পিডবোট ডুবি, মা-মেয়ের মৃত্যু

১৭

মেট্রোরেলের যাত্রী কমলো ১০ শতাংশ : ডিএমটিসিএল এমডি

১৮

‘মানসিক চাপ’ উল্লেখ করে এনসিপি ছাড়লেন রাঙামাটির প্রধান সমন্বয়ক

১৯

পূর্বাচলে শেখ রেহানার প্লট বরাদ্দ বাতিলের নির্দেশ আদালতের

২০
X