তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ০৩:৪২ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ১২:২১ পিএম
প্রিন্ট সংস্করণ

বছর মাতাবে হৃতিকের ৩ সিনেমা

হৃতিক রোশন। ছবি: সংগৃহীত
হৃতিক রোশন। ছবি: সংগৃহীত

চলতি বছরে মুক্তি পেতে চলেছে হৃতিকের তিনটি সিনেমা। যেখানে তার পাশাপাশি জুনিয়র এনটিআর, কিয়ারা আদভানি এবং আলিয়া ভাটকে অভিনয় করতে দেখা যাবে।

ওয়ার ২: হৃতিক রোশন তার অ্যাকশন লুক, চমৎকার নাচের ভঙ্গি এবং ভিন্ন ধারার স্টাইল দিয়ে ‘ওয়ার’ সিনেমায় কবির চরিত্রে ভক্তদের মুগ্ধ করেছিলেন। সিনেমাটিতে তার সহঅভিনেতা ছিলেন টাইগার শ্রফ।

এবার সেই সিনেমার সিক্যুয়েল ‘ওয়ার ২’তে ফিরে আসতে চলেছেন হৃতিক। যেখানে প্রথমবারের মতো তার বিপরীতে অভিনয় করছেন কিয়ারা আদভানি ও দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। সিনেমাটির শুটিং ফেব্রুয়ারি ২০২৪ সালে শুরু হয়েছিল এবং এটি ২০২৫ সালের ১৪ আগস্ট মুক্তি পাবে।

কৃষ ৪: হৃতিক রোশন যখন বি-টাউনে তার ভারতীয় সুপার হিরো ফ্র্যাঞ্চাইজি কৃষ নিয়ে এসেছিলেন, তখন তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পে নিজের শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন।

সিনেমাটির সাফল্যে হৃতিকের ক্যারিয়ার উত্থান তো ঘটেই এবং দর্শকরাও ছবিটির সব কিস্তি ভীষণভাবে উপভোগ করেছিলেন। তবে নতুন বছরে ভক্তদের চমকে দিয়ে আসতে চলেছে ‘কৃষ ৪’ সিনেমা।

পিঙ্কভিলা সূত্রে জানা যায়, ওয়ার ২ এর শুটিং শেষ করার পর হৃতিক ২০২৫ সালের গ্রীষ্মে কৃষ ৪ শুটিং শুরু করবেন। সিনেমাটি পরিচালনা করবেন আগ্নিপথ সিনেমার পরিচালক করণ মালহোত্রা এবং অভিনেতার বাবা রাকেশ রোশন প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করবেন। সিনেমাটির শুটিং মুম্বাই এবং ইউরোপের কিছু অংশে করা হবে। তবে সিনেমা ২০২৫ সালে মুক্তির কথা থাকলেও এখন পর্যন্ত তারিখ নিশ্চিত করেননি নির্মাতা। চলচ্চিত্রটিতে হৃতিকের পাশাপাশি অভিনয় করবেন নোরা ফাতেহি, প্রীতি জিনতা, নাসির উদ্দিন শাহসহ আরও অনেকে।

আলফা: পাঠান, টাইগার এবং ওয়ার সিরিজের পর যশরাজ ফিল্মস তার স্পাই ইউনিভার্সকে আরও সম্প্রসারণ করতে চলেছে। তারই পরিপ্রেক্ষিতে মুক্তি পেতে চলেছে ‘আলফা’ সিনেমা। ছবিটির প্রধান চরিত্রে আলিয়া ভাট ও শর্বরী ওয়াগ থাকলেও সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ক্যামিও চরিত্রটি নিয়ে। যেখানে হাজির হবেন হৃতিক রোশন।

পিঙ্কভিলার এক প্রতিবেদন থেকে জানা যায়, হৃতিক ২০২৪ সালের ৯ নভেম্বর মুম্বাইয়ে আলফার শুটিং শুরু করেন। তিনি আলিয়া ভাট ও শর্বরীর সঙ্গে অ্যাকশন-প্যাকড সিকোয়েন্স শুটিংয়ের আগে তিন দিনব্যাপী কঠোর প্রস্তুতি নিয়েছিলেন। প্রতিবেদন থেকে আরও জানা যায়, পরিচালক শিব রাওয়াইল এবং প্রযোজক আদিত্য চোপড়া অভিনেতার জন্য একটি বিশেষ অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন

করেছেন, যাতে দর্শকদের জন্য একটি স্মরণীয় সিনেমাটিক মুহূর্ত তৈরি

করা যায়। সিনেমাটি ২০২৫ সালের ২৫ ডিসেম্বর মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপনে বিয়ে করলেন জিয়া মানেক

উপদেষ্টা মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সম্পাদক নির্বাচিত 

রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩

উড্ডয়নের সময় এফএ-১৮ যুদ্ধবিমান বিধ্বস্ত, ককপিটে ছিলেন ২ পাইলট

ভবদহের চার দশকের দুঃখের অবসান হতে যাচ্ছে

এইচএসসি পাসেই এনজিওতে চাকরির সুযোগ

সালমানকে নিয়ে অভিমান প্রকাশ করলেন ঐশ্বরিয়া

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম ভর্তি পরীক্ষা আজ

এশিয়া কাপে কোন বোলারকে মিস করবে ভারত, জানালেন হরভজন

গণমাধ্যমের নামে ভুয়া ফেসবুক পেজে বিভ্রান্তি

১০

ধূমপান না করেও ফুসফুসের ক্যানসার হতে পারে, যে লক্ষণ দেখে বুঝবেন

১১

ডাকসুর প্রতিদ্বন্দ্বিতায় কারা এগিয়ে 

১২

ডাকসুর ভিপি-জিএস প্রার্থীদের পরিচয়

১৩

কলম্বিয়ায় হেলিকপ্টার ও বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ১৮

১৪

১১ দল নিয়ে চট্টগ্রামে শুরু হচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট

১৫

হঠাৎ কেন মোবাইলের ডায়াল প্যাডে পরিবর্তন

১৬

বাংলাদেশি পোশাক খাতে দুই মাসে ক্রয়াদেশ বেড়েছে ৩২ শতাংশ

১৭

গরম পানি পান করলে কি সত্যিই ওজন কমে

১৮

অবশেষে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সোহেল খান

১৯

কীভাবে যৌবন ধরে রেখেছেন রোনালদো, বিস্ময়কর তথ্য প্রকাশ

২০
X