‘জেইলার’ সিনেমায় অভিনয়ে বাজিমাত করেছেন সুপারস্টার রজনীকান্ত। মুক্তির পরই বক্সঅফিস তোলপাড় করে ফেলেছে নেলসন দিলীপ কুমারের এই ছবি। ২২ দিনে সিনেমাটি পুরো দুনিয়ায় যা আয় করেছে, তা বাংলাদেশি টাকার হিসেবে ৭৮৩ কোটি ৬০ লাখের বেশি। জেইলার সিনেমার সাফল্য উদযাপনে মেতে উঠেছে সংশ্লিষ্টরা। এমনকি রজনীকান্তকে বিলাসবহুল গাড়ি উপহার দিয়েছেন ছবিটির প্রযোজক কালানিথি মরন। সম্প্রতি সান পিকচার্সের সিইও কালানিথি মরন রজনীকান্তের বাসায় গিয়ে ছবির লভ্যাংশের চেক হস্তান্তর করেছেন। নায়ককে বিএমডব্লিউ এক্স৭ মডেলের গাড়ি উপহার দিয়েছেন কালানিথি। ‘জেইলার’ ছবিতে রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ তথা মুথুভেল পান্ডিয়ান। ছবিতে মূল নারী চরিত্রে দেখা গেছে তামান্না ভাটিয়াকে। এ ছাড়া অন্যান্য ভূমিকায় আছেন অভিনেতা রাম্য কৃষ্ণন, মোহনলাল, শিব রাজকুমার ও জ্যাকি শ্রফ।
মন্তব্য করুন