

বছরের প্রথম সিনেমা হিসেবে আজ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’। মুক্তির দিন থেকেই রাজধানীর স্টার সিনেপ্লেক্সের পাঁচটি শাখায় সিনেমাটির মোট ১৪টি শো প্রদর্শিত হবে। রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন সময়ের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমাটির মাধ্যমে নির্মাতা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে জনপ্রিয় ও প্রশংসিত গায়ক আহমেদ হাসান সানির।
সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। এ ছাড়া এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, তানভীর অপূর্ব, এ কে আজাদ সেতু, কেয়া আলমসহ আরও অনেক জনপ্রিয় শিল্পী। প্রযোজনার পাশাপাশি সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন খালিদ মাহবুব তুর্য।
প্রথম সিনেমা প্রসঙ্গে পরিচালক বলেন, ‘মানুষ যত রাজনৈতিকভাবে সচেতন হবে, তত দেশকে নিয়ে ভাবতে শিখবে। আমরা দেখেছি—হোটেলে, বাসে, রেস্টুরেন্টে বড় করে লেখা থাকে, এখানে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। রাজনৈতিক আলাপকে ট্যাবু হিসেবে দেখেছি। এই ট্যাবু ভাঙার লক্ষ্যে সিনেমাটি করা।’
মন্তব্য করুন