অনি হাসান। দেশের অন্যতম মেধাবী ও জনপ্রিয় গিটারিস্ট। ১০ বছর পর আবারও দেশে ফিরেছেন তিনি। এরই মধ্যে বেশ কিছু স্টেজ শোতে পারফর্ম করেছেন এ ব্যান্ড তারকা।
বাংলাদেশে আশার আগেই অনি ২০২৩ সালের শেষের দিকে ভক্তদের একটি সুখবর দিয়েছিলেন। জানিয়েছিলেন দেশের জনপ্রিয় হার্ডরক ব্যান্ড ‘ওয়ারফেজ’-এর ঐতিহাসিক গান ‘পূর্ণতা’-এর সিক্যুয়েল আনবেন তিনি। যার শিরোনাম হবে ‘পূর্ণতা ২’। তবে এতদিন এর কোনো আপডেট ছিল না। সম্প্রতি অনির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, গানের রেকর্ডিং এরই মধ্যে শেষ হয়েছে। এখন চলছে ভিজ্যুয়ালের কাজ। এটি অ্যানিমেটেড মিউজিক ভিডিও আকারে প্রকাশের পরিকল্পনা চলছে। তবে গানটি কবে প্রকাশিত হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
‘পূর্ণতা ২’ গানে কণ্ঠ দিয়েছেন সাবেক ওয়ারফেজ সদস্য মিজান রহমান। যিনি এখন মিজান অ্যান্ড ব্রাদার্স নামে একটি ব্যান্ডের সদস্য। নতুন এ গানের বিষয়ে মিজানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছু বলতে চাননি।
এর আগে ‘পূর্ণতা ২’ নিয়ে অনি হাসান বলেছিলেন, ‘গানের সিক্যুয়েলটি নির্মাণ করার ঘোষণা দেওয়ার পর থেকেই শ্রোতাদের থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। তবে সবাইকে মজার একটি তথ্য জানিয়ে রাখতে চাই। সেটি হচ্ছে এই সিক্যুয়েলটি পূর্ণতার একই সময়ে লেখা হয়েছিল। যখন আমি ওয়ারফেজে ছিলাম তখন থেকেই গানটির মালিকানা নিয়ে রাখি। এবার গানটি করার সময় হয়েছে। তবে সবচেয়ে ভালো হতো যদি ওয়ারফেজের হয়ে পূর্ণতা ২ মুক্তি দিতে পারতাম। সেটি যেহেতু এখন আর সম্ভব নয়, তাই আমি আর বখতিয়ার মিলে করছি। আমার কম্পোজিশনে গানটির কথা লিখেছেন বখতিয়ার এবং কণ্ঠ দিয়েছেন মিজান। আশা করি দর্শকদের ভালো লাগবে।’
এদিকে অনি ও মিজান একসঙ্গে দুটি স্টেজ শো করে ফেলেছেন। এ মাসে সিলেটে তাদের আরও একটি শো আছে।