সিলেট ব্যুরো
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০২:১৯ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:৫৩ এএম
অনলাইন সংস্করণ

শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

সিলেটে শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চান তারেক রহমান। ছবি : কালবেলা
সিলেটে শ্বশুরবাড়ি গিয়ে ধানের শীষে ভোট চান তারেক রহমান। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার সিলেট থেকে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনী কর্মসূচির ফাঁকে স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের রাহাত মঞ্জিলে নিজের শ্বশুরবাড়িতে যান তারেক রহমান। সেখানে উপস্থিত হাজারো নেতাকর্মীর উদ্দেশে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

এ সময় তিনি বলেন, ডা. জুবাইদা রহমান আপনাদেরই মেয়ে। তার সম্মান বাঁচানো আপনাদের দায়িত্ব। আপনারা কি আপনাদের মেয়ের সম্মান বাঁচাবেন? তারেক রহমানের এমন প্রশ্নে উপস্থিত সকলে ‘ইনশাআল্লাহ’ বলে সম্মতি জানান।

তারেক রহমান সিলেটের স্থানীয় সংসদ সদস্য প্রার্থী এম এ মালেককে বিজয়ী করতে শ্বশুরবাড়ির স্বজনসহ এলাকাবাসীর প্রতি বিশেষভাবে আহ্বান জানান। জামাই হিসেবে শ্বশুরবাড়ির মানুষের কাছে সমর্থন চেয়ে তিনি বলেন, সব ধরনের সংস্কারসহ দেশের গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া জরুরি।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, তারেক রহমানের এই উপস্থিতিতে এলাকায় ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে এবং নির্বাচনী প্রচারে নতুন গতি এসেছে।

এর আগে বুধবার রাত সোয়া ৮টায় দীর্ঘ প্রায় দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে সিলেটে পৌঁছেই প্রথমে হযরত শাহজালাল (রহ.) এবং শেষে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত এবং নফল নামাজ আদায় করেন তারেক রহমান। মাজার জিয়ারত শেষে শ্বশুরবাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামের রাহাত মঞ্জিলে পৌঁছালে স্থানীয় এলাকাবাসী ও দলীয় হাজার হাজার নেতাকর্মী তারেক রহমানকে বরণ করেছেন।

বুধবার রাত ১২টা ৪০ মিনিটে তিনি পৌঁছালে আত্মীয় স্বজন, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে সংবর্ধনা জানান। পরে স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমানসহ নেতাকর্মীদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন এবং রাতের খাবার সম্পন্ন করেন তারেক রহমান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতায় এলে চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করব : জামায়াত আমির

সেনাসদরে প্রধান উপদেষ্টার মতবিনিময়, ভোটে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান

ধর্মের উছিলায় একটি দল ভোট চায় : সালাহউদ্দিন

ভোলায় সড়কে ঝরল ৪ প্রাণ

একসঙ্গে দিশা-তালবিন্দর

সালমান এফ রহমান ৪ দিনের রিমান্ডে

ধানের শীষের ২৯২ প্রার্থীর মধ্যে ২৩৭ জনই উচ্চশিক্ষিত : মাহদী আমিন

ডাকসু থেকে পদত্যাগের সিদ্ধান্ত সর্বমিত্র চাকমার

ভোটের পরেও যে কারণে প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে ইসি

বিএনপি ক্ষমতায় গেলে ৪ কোটি মানুষ ফ্যামিলি কার্ড পাবে : বাবুল

১০

ঋণখেলাপি-দ্বৈত নাগরিকত্বের প্রমাণ পেলে ভোটের পরও ব্যবস্থা : ইসি মাছউদ

১১

জামায়াত প্রার্থীকে সমর্থন দিয়ে মাঠ ছাড়লেন আরেক নেতা

১২

ধর্মের অপব্যবহার করে নির্বাচনে প্রভাবচেষ্টা আইনত অপরাধ : মাহদী আমিন

১৩

সাবেক প্রেমিকের বিয়ে মেনে নিতে না পেরে নারীর জঘন্য কাণ্ড

১৪

জুলাই হত্যার দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫

রাবিতে ছাদখোলা বাসে বিপিএলের ট্রফি হাতে শান্ত-মুশফিক

১৬

বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি পাচ্ছে না পাকিস্তান!

১৭

সাতক্ষীরায় অজ্ঞাত মরদেহ উদ্ধার

১৮

কেন উত্তর দিকে মাথা রেখে ঘুমানো মানা

১৯

প্রাথমিক শিক্ষক নিয়োগে যেসব জেলার মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

২০
X