হালের আলোচিত অভিনেত্রী অলংকার চৌধুরী। নাটকে অভিনয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। বেশ কিছু নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
এবার নিজেকে নতুনভাবে মেলে ধরলেন অলংকার। নাটকের নাম ‘আপন বাঁকে’। নাটকটি রচনা করেছেন দেলোয়ার হোসেন দিল। পরিচালনা করেছেন রানা বর্তমান। নাটকটিতে তার বিপরীতে রয়েছেন হোসাইন নীরব। কাজটি প্রসঙ্গে অলংকার বলেন, ‘আমি সবসময়ই চেষ্টা করি ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করতে। এ নাটকটি পারিবারিক গল্পের। আমি চেষ্টা করেছি গল্পে চরিত্রানুযায়ী নিজেকে যথাযথভাবে মেলে ধরতে। আমি সবসময় নিজেকে ভাঙতে চাই। অভিনয় দক্ষতার প্রমাণ দিতে চাই।
ভিন্ন ঘরানার কাজটি করে বেশ প্রশংসা পাচ্ছেন দাবি এ অভিনেত্রীর। এ ছাড়া অলংকার বেশ আলোচনায় এসেছেন অনন্য ইমনের ‘শেষ থেকে শুরু’ নাটকে অভিনয় দিয়ে। এতে আবুল হায়াত, দিলারা জামানের মতো কিংবদন্তি অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।
এ ব্যাপারে অলংকার বলেন, আমার পরম সৌভাগ্য যে আমি শ্রদ্ধেয় দিলারা জামান ম্যাডাম, আবুল হায়াত স্যারের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। তাদের সঙ্গে অভিনয় করে আমি ভীষণ তৃপ্ত। আমার জানার সুযোগ হয়েছে অভিনয় সম্পর্কে অনেক কিছু। আমি কৃতজ্ঞ নির্মাতা অনন্য ইমন ভাইয়ের কাছে। কারণ এ নাটকে অভিনয়ের জন্য আমি অনেক সাড়া পেয়েছি।