মোড়ক উন্মোচিত হলো ‘বঙ্গবন্ধুর প্রত্যাশিত উন্নত শিরের বাঙালি জাতি চাই’ গ্রন্থের।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদারের লেখা এই বইটির মোড়ক উন্মোচন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, লন্ডন প্রবাসী সাংবাদিক সৈয়দ আনাস পাশা, দৈনিক কালবেলার সম্পাদক সন্তোষ শর্মা, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার আসলাম সানী, রাজনীতিবিদ আতা উল্লাহ খান, গণতন্ত্রী পার্টির নেতা ফরিদ আহমেদ, হরিপ্রসাদ মিত্র, কামরুল ইসলাম, মিরাজুল ইসলাম জামান, আব্দুল আলিম, সাদিদ আহমেদ সাদি, চলচ্চিত্র পরিচালক, ইঞ্জিনিয়ার মনজুরুল ইসলাম মেঘ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম খান প্রমুখ।
নতুন এই গ্রন্থের তাৎপর্য তুলে ধরে অতিথিরা আলোচনা করেন। আনিসুজ্জামান সোহেলের প্রচ্ছদে ‘বঙ্গবন্ধুর প্রত্যাশিত উন্নত শিরের বাঙালি জাতি চাই’ বইটি আগামী প্রকাশনীর প্যাভিলিয়নে পাওয়া যাবে।
মন্তব্য করুন