ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ২৫ মে ২০২৪, ০১:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গম গিরি গানকে জাতীয় পর্যায়ে ব্যবহারের আহ্বান জাতীয় কবির নাতনির

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এক আলোচনাসভায় বক্তব্য দেন কাজী নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী। ছবি : কালবেলা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এক আলোচনাসভায় বক্তব্য দেন কাজী নজরুল ইসলামের নাতনী খিলখিল কাজী। ছবি : কালবেলা

নজরুল ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের সদস্য, কণ্ঠশিল্পী সংগঠক, গবেষক ও কাজী নজরুল ইসলামের নাতনি খিলখিল কাজী ‘দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার!’ এই গানকে জাতীয়ভাবে বিভিন্ন পর্যায়ে ব্যবহারের আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৫ মে) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এক আলোচনাসভায় অংশ নিয়ে বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান।

খিলখিল কাজী বলেন, ‘দুর্গম গিরি কান্তার-মরু...’ গানে কাজী নজরুল ইসলাম মানুষের মুক্তির কথা বলেছেন। আমি সকলের কাছে একটি আবেদন রাখতে চাই যে, বাংলাদেশের জাতীয় সংগীত তো আছেই। কিন্তু কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। সেই হিসেবে তার এই গানটা আমরা জাতীয় পর্যায়ে প্রতিটি জায়গায় ব্যবহার করতে পারি। নানান চ্যানেল থেকে শুরু করে, স্কুল-কলেজের ছেলেমেয়েরা সবসময় যেন এই গানটি আমরা গাইতে পারি এবং একে কাঁধে করে এগিয়ে যেতে পারি।

তিনি বলেন, ১৯২৯ সালে কাজী নজরুল ইসলামকে এলবার্ট হলে বাংলার জাতীয় কবি বলে সংবর্ধিত করা হয়েছিল। সেই অনুষ্ঠানের সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেছিলেন নেতাজী সুবাস চন্দ্র বসু। তিনি বলেছিলেন যে, ‘ভারতের নানান প্রদেশে গিয়েছি, নানান জাতীয় সংগীত শুনেছি। কিন্তু ‘দুর্গম গিরি কান্তার-মরু...’ এই গানের মতো কোনো গান আমি কোথাও শুনিনি। তিনি তখন বলেছিলেন, আমাদের ভারত যদি কখনো স্বাধীন হয় বা তখন যদি আমি থাকতে পারি, নিশ্চয়ই কাজীর এই গানটা নিয়ে কাজ করব’।

মানবতার পক্ষে জাতীয় কবির সৃষ্টিশীলতার কথা উল্লেখ করে তিনি বলেন, কাজী নজরুল ইসলাম সাম্যের কথা বারবার বলে গেছেন, মানবতার কথা বলেছেন। মানুষের অপমান, মানবতার অপমানের প্রতি তার লেখনিতে তিনি সবসময় ঘৃণা জানিয়েছেন। আজ পৃথিবীতে কত জাতিগত বিভেদ-লড়াই হচ্ছে। এই মুহূর্তে কাজী নজরুল ইসলামের মতো নির্ভীক ও সাহসী একজন মানুষকে আমাদের ভীষণ প্রয়োজন। আমাদের স্বাধীন দেশে মানুষকে সঠিক দিক দেখাবার জন্য আমাদের বারবার কাজী নজরুল ইসলামের দিকে ফিরে যেতে হবে। কাজী নজরুল ইসলামের সাহিত্য সৃষ্টির সময়ের ব্যপ্তি ছিল মাত্র ২৩ বছর। এর মধ্যে তিনি ১১ বছর সংগীত সৃষ্টি করেছেন। সেই সংগীতে মেহনতী মানুষের গান থেকে শুরু করে ইসলামী গান, শ্যামা সংগীত অন্যতম, যা আমাদের আজও উজ্জীবিত করে।

খিলখিল কাজী আরও বলেন, কাজী নজরুল ইসলাম হিন্দু-মুসলিমের বিভেদকে সবসময় ঘৃণা করেছেন, সাম্প্রদায়িকতা ঘৃণা করেছেন এবং অসাম্প্রদায়িকতাকে বেছে নিয়েছেন। সেই চেতনাই সকল বাঙালির মনে তিনি স্থাপিত করে গেছেন। আজকে ১২৫তম জন্মবার্ষিকী তার। আমার মনে হয়, আমরা আজও তার কাছ থেকে অনেক কিছুই গ্রহণ করতে পারিনি। এটা আমাদের জন্য অনেক দুঃখের ব্যাপার। আমরা নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনকে এখনো পৌঁছাতে পারিনি। প্রতিটি স্কুল-কলেজে বা শিক্ষাপ্রতিষ্ঠানে কাজী নজরুল ইসলামকে নিয়ে ডিবেট হোক, বিভিন্ন লেখালেখি হোক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে আসছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ হিসেবে যাদের নাম আলোচনায়

তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চেয়েছে সিআইডি

দেশ এখন স্থিতিশীল, জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত : প্রধান উপদেষ্টা

চট্টগ্রামে ব্যবসায়ীর গোডাউনে মিলল টিসিবির বিপুল তেল

‘বাদল ভাই, আপনার মৃত্যুতে শোকাহত অনেক’

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচসেরার তালিকায় সাকিবের অবস্থান কত

ডাকসুর ভিপি প্রার্থী আবিদুলকে নিয়ে অপপ্রচার

বাচসাস পরিবারের সদস্য বাদল আহমেদ আর নেই

ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি, সপ্তাহে দুদিন ছুটি

উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না : সারজিস

১০

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

১১

শত শত গাছ আর হাজারের বেশি ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল 

১২

শিমুল বিশ্বাসের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মনোয়ারুল কাদির বিটু

১৩

বন্ধুকে বাড়িতে এনে খাওয়ায় নাজমুল, এরপর কুপিয়ে হত্যা

১৪

সিনেমার নায়ক থেকে জনতার নায়ক: থালাপতি বিজয়ের রাজনীতিতে অভিষেক

১৫

মেনস্ এশিয়া কাপের জন্য বাংলাদেশের জার্সি উন্মোচন

১৬

পর্যটক পরিচয়ে রুম বুকিং, অতঃপর...

১৭

আকিজ বশির গ্রুপে নিয়োগ, দ্রুত আবেদন করুন

১৮

চট্টগ্রামের সৈকত বার ও রেস্তোরাঁয় আগুন

১৯

ইসরায়েলের ভয়াবহ হামলা ইয়েমেনে, নিহত ৬

২০
X