কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ছুটির দিনে জমে উঠেছে রিহ্যাব ফেয়ার

রিহ্যাব ফেয়ার ২০২৪। ছবি : সংগৃহীত
রিহ্যাব ফেয়ার ২০২৪। ছবি : সংগৃহীত

ছুটির দিনে জমে উঠেছে রিহ্যাব ফেয়ার ২০২৪। মেলার ৩য় দিন বুধবার (২৫ ডিসেম্বর) সরকারি ছুটি থাকায় দুপুরের পর থেকে ক্রেতা-দর্শনার্থীরা প্রবেশ করতে থাকেন। মেলায় দেখে শুনে কেউ পছন্দের ফ্ল্যাট-প্লট বুকিং দিচ্ছেন, কেউ খোঁজখবর নিয়ে রাখছেন যেন আগামীতে ফ্ল্যাট বা প্লট কেনা যায়।

বরাবরের মতো ক্রেতা টানতে প্রতিষ্ঠানগুলোও প্লট-ফ্ল্যাট বুকিং দিলেই আকর্ষণীয় অফার দিচ্ছে। এর মধ্যে রয়েছে ভ্রমণ, গিফট কিংবা আর্থিক ছাড়। ফ্ল্যাট বুকিং দিলে দামে ছাড় দিচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠান। বুকিং দিলে রয়েছে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত ছাড়।

মেলায় ফ্ল্যাট বুকিং দিলেই ৫ লাখ টাকা ছাড় দিচ্ছে আরমা রিয়েল এস্টেট লিমিটেড ও ইছাহক ডেভলপার্স লিমিটেড। মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তের বিষয়টি বিবেচনায় নিয়ে ইছাহক ডেভলপার্সের প্রজেক্টগুলো উত্তরার মেট্রোরেলের কাছেই গড়ে তুলেছে। মেলা উপলক্ষে ৫ লাখ টাকা ছাড় দেওয়ার পাশাপাশি থাইল্যান্ড ভ্রমণের অফারও রয়েছে বুকিংয়ে।

মেলায় কথা হয় ইছাহক ডেভলাপার্সের পরিচালক ফরহাত আফজা লুবনার সঙ্গে। তিনি বলেন, মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্তের বিষয়টি বিবেনায় নিয়ে আমরা মেট্রোরেলের কাছেই ফ্ল্যাট নির্মাণ করেছি। আসলে আমরা গ্রাহকদের সাধ্যেরে মধ্যে ভালো প্রোডাক্ট দিতে চাই। আর বাজারে অন্যদের তুলনায় একটু কম দামে দেওয়ার চেষ্টা করছি। গ্রাহকের আস্থা আমাদের প্রধান লক্ষ্য বলেও জানান তিনি।

অফারের বিষয়ে আরমা রিয়েল এস্টেটের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, আমরা তুলনামূলক ভাবে কম লাভে ফ্ল্যাট বিক্রি করি। মেলা উপলক্ষে প্রতি ফ্ল্যাটে ৫ লাখ টাকা ছাড়ের কথাও বলেন তিনি। রিহ্যাব ফেয়ারে ক্রিডেন্স হাউজিং টিম লিডার নাজমুল হুদা নাহিদ বলেন, আমরা ক্রেতাদের জন্য বেশ কিছু নতুন প্রজেক্ট নিয়ে এসেছি। গুলশান, বনানী, ধানমন্ডি, লালমাটিয়াসহ ৫২ টি প্রকল্পে বিক্রয়যোগ্য ফ্ল্যাট রয়েছে। এর মধ্যে বেশ কিছু সেমি কন্ডোমোনিয়াম ও সকল নাগরিক সুবিধাসহ প্রকল্প রয়েছে। মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তের জন্য ফ্ল্যাট প্রস্তত করে ক্রিন্ডেন্স হাউজিং লি.। মেলায় দেশের সবচেয়ে বড় ভবন নিয়ে এসেছে ট্রপিক্যাল হোম্ লি.। রাজধানীর মালিবাগে ৪৬ কাঠা জমির ওপর ৫১ তলা ভবন তৈরি করছে এই প্রতিষ্ঠানটি। ভবনের ৬ তলা হবে বেজমেন্ট এবং পুরোটাই কার পার্কিং। পুরো ভবন হবে বাণিজ্যিক। ঢাকা ক্যান্টনমেন্ট, উত্তরা, টঙ্গী, বনশ্রী, মতিঝিল, ফকিরাপুল, আফতাবনগর, মাটিকাটা, বসুন্ধরা ও মিরপুরসহ ঢাকার বিভিন্ন লোকেশনে আবাসিক প্রকল্প করছে ট্রপিক্যাল হোমস।

প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার রাকিব হোসেন বলেন, মেলায় দারুণ সাড়া পাচ্ছি আমরা। মেলায় ছাড় দেওয়ার কথাও বলেন তিনি। মেলায় ছোট এবং মাঝারি ফ্ল্যাটের ১১টি চলমান প্রকল্প নিয়ে এসেছে এমএইচএম প্রপার্টিজ লিমিটেড। মিরপুর, কল্যাণপুর, আফতাবনগর ও বসুন্ধরা আবাসিক এলাকায় বিভিন্ন সাইজ ও ধরনের ফ্ল্যাট রয়েছে তাদের। মেলা উপলক্ষে ১০ শতাংশ ছাড় ও স্পট বুকিং -এ এসিসহ বিভিন্ন ধরনের গিফট দিচ্ছে তারা।

এবারের মেলায় মোট ২২০টি স্টল রয়েছে। মেলা চলবে ২৭ ডিসেম্বর শুক্রবার পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা। মেলায় প্রবেশে সিঙ্গেল টিকিট ৫০ আর মাল্টিপল টিকিটের মূল্য ১০০ টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানবন্দর থেকে জনপ্রিয় ইউটিউবার গ্রেপ্তার

‘ছাত্রদল আদর্শ ও ত্যাগের রাজনীতি বেছে নিয়েছে’

বাবার বাড়িতে এসে নিজেকে শেষ করলেন গৃহবধূ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনশনকারী ৩ শিক্ষার্থী অসুস্থ

বগুড়ায় উদ্ধার করা ৬ গ্রেনেড নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী

৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে ৭৫ বছরের বৃদ্ধের অনশন

জাবিতে ছাত্রদলের নেতাদের উদ্দেশ্যে ‘গেট আউট’ স্লোগান

রাষ্ট্রপতির ছবি‌ সরানোর নির্দেশ দেওয়া হয়েছিল মৌখিকভাবে

রাষ্ট্রপতির ছবি‌ সরানো প্রসঙ্গে উপপ্রেস সচিবের ব্যাখ্যা

আন্তর্জাতিক সেমিনারে অংশ নিতে নেপাল গেলেন আমির খসরু

১০

গোলকিপারের ভুলে ইউনাইটেডকে হারাল আর্সেনাল

১১

নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীরা বিএনপির জনপ্রিয়তাকে ভয় পায় : টুকু

১২

দেশে প্রথম মঞ্চায়িত হচ্ছে গ্রিক নাটক ‘তর্পন বাহকেরা’

১৩

দুই ঘণ্টার হাটে বিক্রি হয় কোটি টাকার পান

১৪

‘অসাধু জেলেদের কারণে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য’

১৫

সশস্ত্র বাহিনীর বঞ্চিত অফিসারদের আবেদন পর্যালোচনায় নতুন উদ্যোগ

১৬

সংসদীয় সীমানা নিয়ে ৮৩ আসন থেকে ১৭৬০ আপত্তির আবেদন

১৭

গণতন্ত্র নস্যাৎকারীরা আবারো সক্রিয় হচ্ছে : লায়ন ফারুক

১৮

খালেদা জিয়ার জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

১৯

আ.লীগ নেতা লিটনের ভাইসহ তিনজন ৫ দিনের রিমান্ডে 

২০
X