সাময়িক বরখাস্ত হয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন। গত শনিবার ও রোববার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচিতে যোগ দেওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান।
মঙ্গলবার (১ জুলাই) মধ্যরাতে এক প্রজ্ঞাপনে বিষয়টি তথ্য জানা গেছে। যদিও গত সোমবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন- সঠিকভাবে সেবা প্রদান করলে কারো কোনো সমস্যা হবে না।
এনবিআর সূত্রে জানা গেছে, এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ তার দাবিতে শনিবার (২৮ জুন) থেকে লাগাতার কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি ঘোষণা দেয় এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এই কর্মসূচিতে সারাদেশ থেকে এনবিআরের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা যোগ দেন।
আন্দোলন থামাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের সেবাকে অত্যবশকীয় সেবা হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। এরইপ্রেক্ষিতে রোববার (২৯ জুন) রাতে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ঐক্য পরিষদ। আর রোববারেই ঐক্য পরিষদের সভাপতি-সহসভাপতিসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে সরকারের রাজস্ব ক্ষতি করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের ঘোষণা দেয় দুর্নীতি দমন কমিশন(দুদক)।
মঙ্গলবারও আন্দোলনের সামনের সারিতে থাকা এনবিআরের তিন কর্মকর্তাসহ আরও ৫ কর্মকর্তার অনুসন্ধানের কথা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় দুদক। এবার গত শনি ও রোববার কর্মসূচিতে উপস্থিত থাকার কারণে রাজস্ব ক্ষতির অভিযোগে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হলো।
মন্তব্য করুন