‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৪’ অ্যাওয়ার্ড পেয়েছে দেশের অন্যতম বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ট্রাভেল বিষয়ক পাক্ষিক ‘দি বাংলাদেশ মনিটর’ প্রতি বছরই এভিয়েশন ও পর্যটন খাতে এই অ্যাওয়ার্ড দিয়ে আসছে। ইউএস-বাংলা এয়ারলাইন্স এ নিয়ে টানা তিনবার এই পদক পেল।
৫ জুলাই ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এ বছরের বিজয়ীদের হাতে পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, ইন-ফ্লাইট সার্ভিস, এয়ারপোর্ট সার্ভিস, অন-টাইম পারফরমেন্স, বেস্ট ইমপ্রুভ্ড এয়ারলাইন্স ও দেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ দেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২৪’ পায় ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ ছাড়াও বেস্ট ইন-ফ্লাইট সার্ভিস ও বেস্ট ইমপ্রুভড এয়ারলাইন্স ক্যাটাগরিতে গোল্ড, বেস্ট অন-টাইম পারফরমেন্স, বেস্ট এয়ারপোর্ট সার্ভিস ক্যাটাগরিতে সিলভার এবং মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন ক্যাটাগরিতে ব্রোঞ্জ এ্যাওয়ার্ড পায় প্রতিষ্ঠানটি। ইউএস-বাংলা এয়ারলাইন্সের হেড অব সেলস শফিকুল ইসলাম ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম প্রতিষ্ঠানের পক্ষে অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের এই স্বীকৃতি যাত্রীদের আস্থার প্রতিদান। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ।
এ ছাড়াও ‘মোস্ট কাস্টমার ফ্রেন্ডলি এয়ারলাইন (ডোমেস্টিক) এবং বেস্ট এয়ারপোর্ট সার্ভিস (ডোমেস্টিক) ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে আরেক বেসরকারি এয়ারলাইন্স এয়ার এ্যাস্ট্রা। প্রতিষ্ঠানটির পক্ষে চিফ কমার্শিয়াল অফিসার মেজবাউল ইসলাম পদক গ্রহণ করেন।
অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় গ্যালাক্সি বাংলাদেশের প্রতিষ্ঠাতা তৌফিক উদ্দিন আহমেদকে। দেশের ভ্রমণ ও পর্যটন শিল্পে পাঁচ দশকেরও বেশি সময় ধরে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই পদক দেওয়া হয়।
পদক প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম ও জুরি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এম সাদিকুল ইসলামসহ দেশের এভিয়েশন এবং পর্যটন খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন