আগামীকাল ৮ সেপ্টেম্বর শুক্রবার ঢাকার মাইডাস সেন্টারে হার ই-ট্রেডের উদ্যোগে মোট ৫০ জন নারী উদ্যোক্তার তৈরি পণ্যসম্ভার নিয়ে দুই দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
হার ই-ট্রেড প্রেসিডেন্ট ওয়ারেছা খানম প্রীতি আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রদর্শনীটি আগামী ৯ সেপ্টেম্বর শনিবার রাত ৮টা পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীর প্রথমদিনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্যাশন আইকন দিলরুবা হোসেন দোয়েল, মডেল ও অভিনেতা। সমাপনী দিবসে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেহের আফরোজ শাওন, স্থপতি ও অভিনেতা।
উল্লেখ্য, হার ই-ট্রেড এর এটি সপ্তম অফলাইন এক্সিবিশন। শারদীয় উৎসব উপলক্ষে হার ই-ট্রেড এর এই উৎসব আয়োজনের ট্যাগলাইন হলো ‘শারদীয় আবাহন’।
মন্তব্য করুন