পাঁচটি ব্যাংক একীভূত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক একীভূতের পক্ষে ইঙ্গিত দিয়েছে।
মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন চেয়ারম্যান আব্দুল মান্নান। বৈঠক ডেপুটি গভর্নর ড. কবিরসহ কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আব্দুল মান্নান বলেন, বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছি এর সঙ্গে আমাদের দ্বিমত নেই। তবে আমানতকারীদের ক্ষতি যাতে না হয় সেটি দেখবে বাংলাদেশ ব্যাংক।
তিনি আরও বলেন, এস আলম এ ব্যাংক থেকে বেনামে ৩৮ হাজার কোটি টাকা নিয়ে গেছে। তার নিজের নামে অর্থ নেওয়ার সুযোগ না থাকার কারণেই বেনামি নেয়। তার বেনামি ঋণের টাকা আদায় না হওয়ার কারণে ব্যাংক এত বিপর্যয়ে পড়েছে।
এর আগে গত ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে এক সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বেসরকারি খাতের পাঁচটি ইসলামী ব্যাংককে খুব শিগগিরই একীভূত করা হবে। একত্রিত হলেও এসব ব্যাংকের কর্মীরা চাকরি হারাবে না।
গভর্নর বলেন, নির্বাচনের সঙ্গে ব্যাংক মার্জারের কোনো সম্পর্ক নেই। এটি একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করব পরবর্তী সরকার এসে এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। তবে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে আগামী কয়েক মাসের মধ্যেই পাঁচটি ইসলামী ব্যাংক মার্জার করা হবে। এক্ষেত্রে ব্যাংক কর্মকর্তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তবে প্রয়োজনে শাখাগুলো স্থানান্তর করা হবে। যেসব ব্যাংকের শাখা শহরে বেশি সেসব ব্যাংককে গ্রামে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে।
মন্তব্য করুন