রাজধানীর আগারগাঁওয়ে বাসচাপায় মো. মোরসালিন আলী মীর (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১০ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মোরসালিন মোটরসাইকেল করে আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে শ্যামলীর দিকে যাচ্ছিল। এ সময় একটি রিকশার সঙ্গে থাক্কা লেগে ছিটকে পড়লে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন ওই যুবক।
এরপর তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে।
মন্তব্য করুন