পবিত্র আশুরার ছুটিতে ফাঁকা রাজধানী। সড়কে নেই সেই চিরচেনা যানজট। ঢাকার বেশিরভাগ সড়কে প্রতিদিনের যে গাড়ির চাপ থাকে, তা আজ চোখে পড়েনি। অল্প কিছু ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন দেখা গেছে।
বুধবার (১৭ জুলাই) রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
সকালে মিরপুর, শ্যামলী, আগারগাঁও, কলাবাগান, সায়েন্স ল্যাব, ধানমন্ডি, আজিমপুর, যাত্রাবাড়ী, গুলিস্তান এলাকা ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সড়কই ফাঁকা।
তবে জরুরি প্রয়োজনে বা ছুটির দিনে সময় কাটাতে কিছু মানুষ বেরিয়েছেন রাস্তায়।
পল্টন, জাতীয় প্রেস ক্লাব, শাহবাগ ও ফার্মগেট এলাকায়ও নেই সেই জট। ফাঁকা সড়কে সহজেই গন্তব্য চলে যাচ্ছে গাড়ি।
এ কারণে অন্য দিনের মতো গাড়ির জন্য বা গাড়িতে মানুষের চাপ নেই।
আজ পবিত্র আশুরা উপলক্ষে সরকারি ছুটি। রাজধানীর রায়েরবাগ থেকে নিউমার্কেট ব্যক্তিগত কাজে এসেছেন আব্দুর রহিম। তিনি বলেন, ‘সাধারণত এ পথ আসতে আমার গড়ে প্রায় দুঘণ্টা সময় লাগে। আজ আধা ঘণ্টায় চলে এসেছি।’
মন্তব্য করুন