ঢাকা শহরে অনিবন্ধিত রিকশা আর চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ধাপে ধাপে সব অনিবন্ধিত অবৈধ রিকশা সমন্বিত কর্মপরিকল্পনা অনুযায়ী বন্ধ করা হবে।
বুধবার (২ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে নবনির্মিত রিকশাস্ট্যান্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে অভিমান করে ১৯ বছরের যুবকের ‘আত্মহত্যা’
মেয়র তাপস বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় নিবন্ধিত রিকশা ছাড়া আমরা অন্যান্য সব রিকশাকে অবৈধ ঘোষণা করেছি। সুতরাং অবৈধ রিকশা ব্যাটারিচালিত হোক কিংবা অনিবন্ধনকৃত পায়ে চালিত হোক এগুলো ঢাকা শহরে চলতে পারবে না।’
তবে এ কার্যক্রম এক দিনে বাস্তবায়ন করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, ‘ধাপে ধাপে বিভিন্ন কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা এটি বাস্তবায়ন করব। রিকশা মালিক সমিতিও রাজি হয়েছে যে, নিবন্ধিত রিকশা ছাড়া ঢাকা শহরে তারা আর কোনো রিকশা পরিচালনা করবেন না।’
মন্তব্য করুন