জবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৫, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

সাকরাইনে ঢাকাবাসীর উল্লাস

সাকরাইন ঘিরে উৎসবমুখর পুরান ঢাকা। ছবি : কালবেলা
সাকরাইন ঘিরে উৎসবমুখর পুরান ঢাকা। ছবি : কালবেলা

পুরান ঢাকার ঐতিহ্যবাহী উৎসব সাকরাইন। এদিন আকাশে বাতাসে উড়তে থাকে রঙিন ঘুড়ি, গোটা পুরান ঢাকা এক জীবন্ত উৎসবে পরিণত হয়। এবারের সাকরাইনেও হাজারো মানুষ মেতে উঠল বাতাসে ঘুরন্ত ঘুড়ি আর আতশবাজির ঝলকে। তবে অন্যবারের থেকে এবারের চিত্র কিছুটা ভিন্ন। উৎসবের আমেজ কম। বিগত বছরগুলোর মতো জাঁকজমকের দেখা মেলেনি এবার। কমেছে ঘুড়ি-নাটাই-সুতার বেচাকেনা।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, নারিন্দা, দয়াগঞ্জ, ধূপখোলা ঘুরে সাকরাইন উৎসব উপলক্ষে তেমন আমেজ লক্ষ্য করা যায়নি। তবে দোকানে দোকানে আগের মতোই নানা রঙের, নানা আকারের ঘুড়ি, নাটাই, সুতা দেখা গেছে। এসব দোকানে ভিড় কম। অন্যবার উৎসবের আগের দিন ছাদে ছাদে ঘুড়ি ওড়ানোর প্রস্তুতি নিতে দেখা গেলেও এবার সে দৃশ্য খুব একটা চোখে পড়েনি।

সাকরাইন বা পিঠাপুলির দিন মূলত পৌষসংক্রান্তি উপলক্ষে পালিত একটি লোকজ উৎসব। কিন্তু এই উৎসবের রঙ, রীতি এবং পরম্পরা আজও পুরান ঢাকাবাসীর জীবনে এক বিশেষ স্থান দখল করে আছে।

এদিনের সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হচ্ছে ঘুড়ি কাটাকাটির খেলা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই খেলা। সাকরাইন উৎসবের দিনে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে দেখা যায়, বাসাবাড়ির ছাদকে সাজানো হয়েছে বাহারি রঙের আলোকসজ্জায়। ছাদের ওপর শিশুদের মেলা, আছে বড়রাও। তাদের সবার হাতে লাটাই ও ঘুড়ি। বাড়িতে বাড়িতে বানানো হয়েছে পিঠা। কিছু কিছু বাড়ির ছাদে করা হয়েছে ডিজে পার্টি। ঘুড়ি ওড়ানোর সময় ঘুড়ি কেটে গেলে চিৎকার আর হাসাহাসি, বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজন মিলে সে এক বিশাল উল্লাস। এ যেন এক মেলবন্ধন।

বাসার ছাদে ঘুড়ি উড়াচ্ছিলেন অষ্টম শ্রেণিতে পড়ুয়া সবুজ। বিকেল পর্যন্ত সে ৩টি ঘুড়ি কেটেছে। অন্যরাও তার ঘুড়ি কেটেছে কয়েকবার। এবারের ঘুড়ি উৎসবের জন্য সে ১০টি ঘুড়ি কিনেছে। তার সবচেয়ে পছন্দের ঘুড়ি পতেঙ্গা।

ছেলেমেয়েদের ঘুড়ি উড়ানোর আবদারে ধূপখোলা মাঠে গিয়েছেন শফিক আহমেদ। তিনি পুরান ঢাকার স্থানীয় বাসিন্দা। কাজের ফাঁকে সময় বের করে তিনি সন্তানদের নিয়ে মাঠে যান। তিনি বলেন, ছোটবেলায় সাকরাইন উৎসবে আমিও ঘুড়ি উড়াতাম। ঘুড়ি কাটাকাটিতে সবচেয়ে মজা। এখন কাজের চাপে ব্যস্ত হয়ে উঠেছি। ছেলে-মেয়েদের আবদারে ওদের এখানে নিয়ে আসা।

পুরান বিভিন্ন গলির দোকানগুলোতে ঘুড়ি পাওয়া গেলেও ঘুড়ির সবচেয়ে বেশি বেচাকেনা হয় শাঁখারীবাজারে। দোকানগুলোতে সাজানো রয়েছে নানা রং, আকৃতি ও নকশার ঘুড়ি-লাটাই-সুতা। ক্রেতারা আসছেন দেখছেন আর পছন্দ হলেই দামাদামি করে কিনছেন। কিন্তু দোকানিরা বলছেন বিগত বছরের তুলনায় এবার বিক্রি কম হচ্ছে।

শাঁখারী বাজারের বিক্রেতারা বলেন, চারবুয়া বা কাউটা, টানা চোখ, গোল চোখ, মৌসুমী, লাভ, লাইলাসহ বিভিন্ন ধরনের ঘুড়ি এসেছে। ৫ থেকে ৫০ টাকার মধ্যে পাওয়া যায় এই ঘুড়িগুলো। এ ছাড়া বিভিন্ন ধরনের সুতা ও লাটাই রয়েছে। আকৃতিভেদে লাটাইয়ের দামেও রয়েছে ভিন্নতা। সর্বনিম্ন ১০০ থেকে ৮০০ টাকার দামেও বিক্রি হচ্ছে। মোটা-চিকনভেদে বিক্রি হচ্ছে নানা রংয়ের সুতা। সর্বনিম্ন ৭০ থেকে ১০০০ টাকা দামের সুতাও এসেছে বলেন বিক্রেতারা। এসব সাজিয়ে রেখেছেন দোকানে। তবে তেমন বিক্রি না হওয়ায় হতাশ তারা।

শাঁখারী বাজারের গোপাল স্টোরের মালিক সুজিত কর বলেন, আগের তুলনায় এবার বিক্রি কম। কয়েক হাজার ঘুড়ি অর্ডার দিয়েছিলাম। যা এসেছে তার অর্ধেকও বিক্রি হয়নি। আগের মতো ছেলেরা সাকরাইনে ঘুড়ি উড়ায় না। এরা গান বাজায়। বাজি ফুটায়। এবার সেটাও কম।

তিনি আরও বলেন, সাকরাইনের সঙ্গে পঞ্জিকার একটা পার্থক্য তৈরি হয়েছে। বাংলা ও ইংরেজি পঞ্জিকার একদিন আগে বা পরে হয় সাকরাইন। এই দ্বিধার কারণেই এবার সাকরাইনের আমেজ কম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার ৩ আসামি কারাগারে

প্রকল্প পাস হলে বাস্তবায়নের ধার ধারে না : পরিকল্পনা সচিব

বেগম খালেদা জিয়া জাতির সম্পদ : খোকন

২০২৬ বিশ্বকাপ নিয়ে জোকোভিচের চমকপ্রদ ভবিষ্যদ্বাণী

সাবেক এমপি জয়সহ ৫ জনের ৮৬ ব্যাংক হিসাব ফ্রিজ  

২০২৬ সালের হজে ফটোগ্রাফি নিষিদ্ধের গুজব

সিটির বিপক্ষে ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল

৩৮ দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ জামায়াতের বিরুদ্ধে

পুলিশে বড় রদবদল

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের দুই গাড়িসহ ১৯০ শতাংশ জমি জব্দ

১০

ছিনতাই হওয়া ট্রাকসহ ৭০ ব্যারেল তেল উদ্ধার

১১

ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালকসহ নিহত ২

১২

বিশ্বজিৎ হত্যার বিচার নিশ্চিত করতে আইনি সহায়তা দিতে চায় জবি শিক্ষক সমিতি

১৩

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ১০.৩২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি 

১৪

প্রতিদিন তুলসী পাতা ভেজানো পানি খেলে কী হয়? জানলে অবাক হবেন

১৫

দুর্নীতির লাগাম টানায় বিএনপির ‘ট্র্যাক রেকর্ড’ আছে : তারেক রহমান

১৬

১০ বছরের অপেক্ষার পর একসঙ্গে ৫ সন্তানের জন্ম

১৭

ঋতু পরিবর্তনের সময় কিছু মানুষ কেন অসুস্থ হয়ে পড়ে? যা বলছে বিজ্ঞান

১৮

লালবাগে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৯

নির্বাচনী বৈঠকে মারা গেলেন বিএনপি নেতা

২০
X