রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (১৮) এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাৎক্ষণিকভাবে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত্যু হয়।
নিহত যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মহিউদ্দিন ও শিপন সংবাদমাধ্যমকে জানান, তেজগাঁও রেলগেট এলাকায় রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় ওই যুবক আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।
মন্তব্য করুন