সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০৮:২৩ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ক্যাশলেস পরিশোধ ব্যবস্থায় খিলগাঁও তালতলা মার্কেট 

রাজধানীর খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটকে ক্যাশলেস পরিশোধ ব্যবস্থার আওতায় এনেছে। ছবি : কালবেলা
রাজধানীর খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটকে ক্যাশলেস পরিশোধ ব্যবস্থার আওতায় এনেছে। ছবি : কালবেলা

মাস্টারকার্ডকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ব্যাংক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটকে ক্যাশলেস পরিশোধ ব্যবস্থার আওতায় এনেছে। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের স্মার্ট বাংলাদেশ রূপকল্পের সঙ্গে যুক্ত উদ্যোগটি ১০৪৭ জন ক্ষুদ্র ও বড় ব্যবসায়ীকে ডিজিটাল পেমেন্টের মাধ্যমে অর্থ গ্রহণে সক্ষম করবে।

সোমবার (২৯ এপ্রিল) এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক মো. শরাফত উল্লাহ খান ও মাস্টারকার্ড সাউথ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ভিকাস ভার্মা। আরও উপস্থিত ছিলেন- মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাফকাত হোসেন এবং সিটি ব্যাংকের হেড অব রিটেইল মো. অরূপ হায়দার।

বাংলা কিউআর ও পিওএস মেশিনের সাহায্যে এখন পেমেন্ট গ্রহণ করতে পারবেন খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটের ব্যবসায়ীরা। এর মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে ডিজিটাল ফুটপ্রিন্ট তৈরির পাশাপাশি আনুষ্ঠানিক আর্থিক পরিষেবায়ও নিজেদের যুক্ত করতে পারবেন তারা। একইসঙ্গে ভোক্তারাও কার্ড, ব্যাংক অ্যাপ ও এমএফএস ওয়ালেটের সাহায্যে অর্থ প্রদানের মাধ্যমে দ্রুত ও নিরাপদে ডিজিটাল পেমেন্ট করতে পারবেন।

অনুষ্ঠানে আতিকুল ইসলাম বলেন, আর্থিক লেনদেনে ক্যাশলেস ইকোসিস্টেম গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘমেয়াদি লক্ষ্য রয়েছে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট লেনদেন ব্যবস্থা নিয়ে ডিএনসিসি কাজ করছে। আমরা ইতোমধ্যে অনলাইন হোল্ডিং ট্যাক্স, অনলাইন ট্রেড লাইসেন্স ব্যবস্থা চালু করেছি। ঘরে বসেই নগরবাসী এসব সেবা পাচ্ছে।

তিনি বলেন, ডিএনসিসি’র উদ্যোগে ১২শর বেশি মার্চেন্টকে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের মাধ্যমে ক্ষমতায়িত করে গুলশানের ডিএনসিসি-১ মার্কেটকে আমরা দেশের প্রথম ক্যাশলেস মার্কেটে রূপান্তরিত করতে সক্ষম হয়েছি। সে ধারাবাহিকতায় ‘স্মার্ট বাংলাদেশ’-এর ভিশন পূরণ করতে আজ রাজধানীর খিলগাঁও এ উন্নত এই পেমেন্ট সিস্টেমের বিস্তারে উদ্যোগ নিয়েছি। একসঙ্গে আমরা আরও অনেক মার্কেটে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেম বাস্তবায়নে কাজ করে যাব।

ভিকাস ভার্মা বলেন, বাংলাদেশ একটি ক্যাশলেস ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে ব্যবসায়ী ও ভোক্তাদের ডিজিটাল পেমেন্টকে সহজে গ্রহণ করায় উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডিজিটাল যাত্রা শুরুর পাশাপাশি দেশের সমৃদ্ধিশীল আর্থিক খাতের একটি অংশ হতে সক্ষম করতে আমরা ঢাকা উত্তর সিটি করেপারেশনের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করছি। এতে মাস্টারকার্ড গর্বিত।

ক্যাশলেস খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটের এ উদ্যোগের সঙ্গে অংশীদার হিসেবে আরও যুক্ত রয়েছে সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও এসএসএলকমার্জ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১০

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

১১

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

১২

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

১৩

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

১৪

চাকসুতে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থিতা বাতিলের দাবি

১৫

ঠাকুরগাঁওয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৬

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন

১৭

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

১৮

রাকসুতে প্রথম দিনে ৫ জনের মনোনয়ন সংগ্রহ 

১৯

ফিলিস্তিনিদের ৩০০০ জলপাই গাছ উপড়ে ফেলল ইসরায়েলি বাহিনী

২০
X