শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৬:৫৯ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির দ্বিতীয় দিনে জমজমাট ঢাকার বিনোদন কেন্দ্রগুলো

রাজধানীর বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। ছবি : কালবেলা
রাজধানীর বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। ছবি : কালবেলা

ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শিশু-বৃদ্ধ, বন্ধু-বান্ধবী ও পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দে ভাসছেন নগরবাসী।

মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো ঘুরে এসব চিত্র দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা মেলে রাজধানীর রমনা পার্ক, হাতিরঝিল, ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, শহিদ মিনার, সংসদ ভবন এলাকা ও চন্দ্রিমা উদ্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নানা বয়সী মানুষের আগমনে পরিবেশ হয়ে উঠেছে উৎসবমুখর।

এদিন রমনা পার্কে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল ছোট বড় সকল বয়সী মানুষের ভিড়। দুপুরের পর থেকে রমনা পার্কে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মা সালেহা আহমেদ ও বাবা জাকির আহমেদের সঙ্গে রমনা পার্কে ঘুরতে এসেছে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া সারা আহমেদ। এ সময় শিশুটি পার্কের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটাছুটি করছিল। শিশুটির বাবা জাকির আহমেদের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।

তিনি কালবেলাকে বলেন, আমি একটি বেসরকারি ঔষধ কোম্পানিতে চাকরি করি। এবার কোরবানিতে বেশি দিন ছুটি না পাওয়ায় গ্রামের বাড়ি নেত্রকোনায় যেতে পারিনি। তাই ঈদের দ্বিতীয় দিন সন্তান ও স্ত্রীকে নিয়ে রমনা পার্কসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছি। সন্তান বেশ উৎফুল্ল আশপাশে অনেক শিশু থাকায় ও একা একা দৌড়ে বেড়াচ্ছে।

এদিন হাতিরঝিল বিনোদন কেন্দ্রটি হাজার হাজার দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। দুপুর থেকেই মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে এলাকাটি। হাতিরঝিলে ঘুরতে আসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী অবন্তিকা হাসান জানান, এবার ঈদে বাড়ি যাওয়া হয়নি। পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম চাকরি করি। এ বছর কোরবানির ঈদের মাত্র দুই দিনের ছুটি পেয়েছি। গ্রামের বাড়ি যেতে পারিনি। এ জন্য আজ ঢাকায় অবস্থান করা কয়েকজন বান্ধবীকে নিয়ে ঘুরতে এসেছি।

রাজধানীতে বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র থাকলেও প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া মেলে হাতিরঝিলে। ঝিলের গুলশান, এফডিসি ও রামপুরা প্রান্ত থেকে নৌকা বা স্পিড বোটে চড়ে অনেকেই নদী ভ্রমণের তৃপ্তি নেন। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের এলাকা, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরেও দেখা গেছে একই চিত্র। উদ্যানের খোলা মাঠ যেন পরিণত হয় শিশুদের বিনোদন কেন্দ্রে।

এদিকে আজ বেইলি রোডে সন্ধ্যার পর থেকে ভিড় বাড়াতে শুরু করেন রাজধানীতে অবস্থানরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা। আড্ডা আর খাওয়া দাওয়া করে কোরবানির দ্বিতীয় দিনটি পার করছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানার সামনের দোকানে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

রাজধানীতে আজ কোথায় কী

পলাশীতে ‘আগ্রাসনবিরোধী আট স্তম্ভ’ উদ্বোধন আজ

ডিভিশনাল ম্যানেজার পদে চাকরি দিচ্ছে মিনিস্টার

মেঘনা গ্রুপে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১০ কিলোমিটার হেঁটে মাঠে যাওয়া রিয়ানের পাশে ডিসি

৭ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে আকিজ মটরস

১০

কম দামে দুধ বিক্রি করে আলোচনায় খামারি জামান

১১

সচল নেই রোহিঙ্গা ক্যাম্পে স্থাপিত ৭০০ সিসি ক্যামেরার একটিও

১২

বিতর্কের মধ্যেই এবার ধলাই বিল ইজারা

১৩

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনশন ভাঙালেন বিভাগীয় কমিশনার

১৪

আ.লীগ নেতা ছাইফ গ্রেপ্তার

১৫

জাতিসংঘ ফেলোশিপে ১০ নারীর মধ্যে স্থান পেলেন বাকৃবির মারজানা

১৬

জিয়া পরিবারকে সবচেয়ে নির্যাতন করেছে আওয়ামী সরকার : কবির ভূইয়া

১৭

মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন আমিনুল হক

১৮

এবার এক ভিসায় যাওয়া যাবে আরবের ৬ দেশে

১৯

তারেক রহমানের সাক্ষাৎকার নিয়ে মির্জা গালিবের পোস্ট

২০
X