শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৬:৫৯ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির দ্বিতীয় দিনে জমজমাট ঢাকার বিনোদন কেন্দ্রগুলো

রাজধানীর বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। ছবি : কালবেলা
রাজধানীর বিনোদন কেন্দ্রে দর্শনার্থীদের ভিড়। ছবি : কালবেলা

ঈদুল আজহার দ্বিতীয় দিনে রাজধানীর বিনোদন কেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শিশু-বৃদ্ধ, বন্ধু-বান্ধবী ও পরিবার-পরিজন নিয়ে ঈদ আনন্দে ভাসছেন নগরবাসী।

মঙ্গলবার (১৮ জুন) রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো ঘুরে এসব চিত্র দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা মেলে রাজধানীর রমনা পার্ক, হাতিরঝিল, ধানমন্ডি লেক, রবীন্দ্র সরোবর, সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, শহিদ মিনার, সংসদ ভবন এলাকা ও চন্দ্রিমা উদ্যানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নানা বয়সী মানুষের আগমনে পরিবেশ হয়ে উঠেছে উৎসবমুখর।

এদিন রমনা পার্কে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছিল ছোট বড় সকল বয়সী মানুষের ভিড়। দুপুরের পর থেকে রমনা পার্কে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মা সালেহা আহমেদ ও বাবা জাকির আহমেদের সঙ্গে রমনা পার্কে ঘুরতে এসেছে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া সারা আহমেদ। এ সময় শিশুটি পার্কের এক প্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটাছুটি করছিল। শিশুটির বাবা জাকির আহমেদের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।

তিনি কালবেলাকে বলেন, আমি একটি বেসরকারি ঔষধ কোম্পানিতে চাকরি করি। এবার কোরবানিতে বেশি দিন ছুটি না পাওয়ায় গ্রামের বাড়ি নেত্রকোনায় যেতে পারিনি। তাই ঈদের দ্বিতীয় দিন সন্তান ও স্ত্রীকে নিয়ে রমনা পার্কসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছি। সন্তান বেশ উৎফুল্ল আশপাশে অনেক শিশু থাকায় ও একা একা দৌড়ে বেড়াচ্ছে।

এদিন হাতিরঝিল বিনোদন কেন্দ্রটি হাজার হাজার দর্শনার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। দুপুর থেকেই মানুষের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে এলাকাটি। হাতিরঝিলে ঘুরতে আসা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী অবন্তিকা হাসান জানান, এবার ঈদে বাড়ি যাওয়া হয়নি। পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম চাকরি করি। এ বছর কোরবানির ঈদের মাত্র দুই দিনের ছুটি পেয়েছি। গ্রামের বাড়ি যেতে পারিনি। এ জন্য আজ ঢাকায় অবস্থান করা কয়েকজন বান্ধবীকে নিয়ে ঘুরতে এসেছি।

রাজধানীতে বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র থাকলেও প্রাকৃতিক পরিবেশের ছোঁয়া মেলে হাতিরঝিলে। ঝিলের গুলশান, এফডিসি ও রামপুরা প্রান্ত থেকে নৌকা বা স্পিড বোটে চড়ে অনেকেই নদী ভ্রমণের তৃপ্তি নেন। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের এলাকা, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতা জাদুঘরেও দেখা গেছে একই চিত্র। উদ্যানের খোলা মাঠ যেন পরিণত হয় শিশুদের বিনোদন কেন্দ্রে।

এদিকে আজ বেইলি রোডে সন্ধ্যার পর থেকে ভিড় বাড়াতে শুরু করেন রাজধানীতে অবস্থানরত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ শিক্ষার্থীরা। আড্ডা আর খাওয়া দাওয়া করে কোরবানির দ্বিতীয় দিনটি পার করছেন অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাঁতের জন্য মারাত্মক খারাপ যে ৫ খাবার

এলিফ্যান্টস ফুট : পাঁচ মিনিট কাছে থাকলেই মৃত্যু

‘কবর থেকে মানুষ যেমন ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না’

বাংলাদেশে অবাধ-অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জার্মানি

আ.লীগ নেতাদের বিএনপিতে যোগদান

ধানক্ষেতে মিলল গলাকাটা বিবস্ত্র মরদেহ, পুড়িয়ে দেওয়া হয়েছে মুখ

বিশ্বকাপের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে যে দলকে চায় ভারত

সাগরে লঘুচাপ, নৌকা ও ট্রলারকে গভীর সাগরে যেতে মানা

ভিটামিনের ঘাটতি মেটাতে শীতে কয়টা ডিম খাবেন

পাগলা শিয়ালের তাণ্ডব : শিশুসহ আহত ২০

১০

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন

১১

এবার তিশার বিরুদ্ধে মামলা হচ্ছে

১২

আইটেম গানে শাকিবের নায়িকা, সমালোচনার কড়া জবাব

১৩

বিপিএল: বিদেশি লেগস্পিনারকে দলে ভেড়াল চট্টগ্রাম

১৪

চট্টগ্রাম বন্দরের ৩ প্রবেশপথ অবরোধ

১৫

এক লাফে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে উঠে এলো ঢাকা

১৬

পেছাতে পারে জকসু নির্বাচন, প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

১৭

রশির সূত্র ধরে যেভাবে বেরিয়ে এলো শিশু জায়ান হত্যার রহস্য

১৮

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের তুমুল সংঘর্ষে আহত ২৭

১৯

ভূমিকম্পপ্রবণ ঢাকা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শহর

২০
X