চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির তারুণ্যের মহাসমাবেশে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। শনিবার (১০ মে) বিকেলে সমাবেশে যোগ দেন তিনি।
পলোগ্রাউন্ড মাঠে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’ শীর্ষক অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গসংগঠন- যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
এর আগে শনিবার দুপুর একটায় ফেসবুক পোস্টে বিষয়টি জানান বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন।
পোস্টে তিনি বলেন, ‘আজ পলোগ্রাউন্ডে বিকাল ৩টায় তারুণ্যের সমাবেশে স্বাগত জানায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ, বীর চট্টলার গর্বের সন্তান তামিম ইকবালকে।’
এর আগে সমাবেশে যোগ দিতে শত শত বাস নিয়ে পলোগ্রাউন্ড এলাকায় জড়ো হন দলটির নেতাকর্মীরা। নগরীর সব পথের গন্তব্য হয়ে ওঠে পলোগ্রাউন্ড মাঠ। বিভিন্ন অঞ্চল থেকে আসা এসব বাস-ট্রাক লালখান বাজার হয়ে সিআরবি দিয়ে পলোগ্রাউন্ডে আসে। প্রতি মিনিটে কয়েকটি করে বাস প্রবেশ করে। এসব বাস কোনোটি এসেছে কক্সবাজারের প্রত্যন্ত এলাকা থেকে, আবার কোনোটি এসেছে নোয়াখালী কিংবা কুমিল্লা থেকে। প্রতিটি বাসই নেতাকর্মীতে ঠাসা।
মন্তব্য করুন