চট্টগ্রামে বিএনপির তিন সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশে যোগ দিতে শত শত বাস নিয়ে পলোগ্রাউন্ড এলাকায় জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। নগরীর সব পথের গন্তব্য হয়ে উঠেছে পলোগ্রাউন্ড মাঠ। রঙ-বেরঙের টিশার্ট গায়ে, ক্যাপ মাথায় দিয়ে তারা দলে দলে পলোগ্রাউন্ডের দিকে অগ্রসর হচ্ছেন।
শনিবার (১০ মে) দুপুর দেড়টার দিকে নগরীর লালখান বাজার মোড়ে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন অঞ্চল থেকে আসা এসব বাস-ট্রাক লালখান বাজার হয়ে সিআরবি দিয়ে পলোগ্রাউন্ডের দিকে যাচ্ছে। প্রতি মিনিটে কয়েকটি করে বাস প্রবেশ করছে। এসব বাস কোনোটি এসেছে কক্সবাজারের প্রত্যন্ত এলাকা থেকে আবার কোনোটি এসেছে নোয়াখালী কিংবা কুমিল্লা থেকে। প্রতিটি বাসই নেতাকর্মীতে ঠাসা।
বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সমাবেশে যোগ দিতে কেউ কেউ শুক্রবার রাতে রওনা হয়েছেন। আবার কেউ ভোরে রওনা দিয়েছেন। প্রচণ্ড রোদ আর গরম তাদের যাত্রায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
নোয়াখালী জেলা থেকে আসা মো. আব্দুল কুদ্দুস জানান, দীর্ঘদিন পর আমাদের বিভাগীয় পর্যায়ের মহাসমাবেশ হচ্ছে। তাই আমরা ছুটে এসেছি। আশা করছি এই মহাসমাবেশ থেকে তরুণদের জন্য বেশকিছু বার্তা থাকবে।
চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপ থেকে এসেছেন প্রায় দুই হাজার নেতাকর্মী। তাদের কেউ এসেছেন ফেরিযোগে, কেউ এসেছেন স্টিমারে আবার কেউ এসেছেন কাঠের তৈরি ট্রলারে।
সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবু তাহের কালবেলাকে বলেন, তারুণ্যের এই মহাসমাবেশে যোগ দিতে সন্দ্বীপ উপজেলা থেকে প্রায় দুই হাজার নেতাকর্মী এসেছে। আমরা লঞ্চ, স্টিমার ও ট্রলার ভাড়া করে এসেছি।
এর আগে বেলা ১১টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন তিনি।
মন্তব্য করুন