চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারিতে দিনভর শ্রমিকদের বিক্ষোভ

চট্টগ্রামে ইস্টার্ন রিফাইনারিতে দিনভর শ্রমিকদের বিক্ষোভ

বোনাসের দাবিতে কাজ বন্ধ রেখে কর্মকর্তাদের অবরুদ্ধ করে দিনভর বিক্ষোভ করছে ইস্টার্ন রিফাইনারির শ্রমিকরা।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ১টা থেকে প্রতিষ্ঠানটির প্রায় অর্ধ সহস্রাধিক কর্মচারী বিক্ষোভ করেন।

সর্বশেষ রাত সাড়ে ৮টার দিকে এ রিপোর্ট লিখা পর্যন্ত বিক্ষোভ বন্ধের শ্রমিকদের পক্ষ থেকে কোনো বিক্ষোভ বন্ধের ঘোষণা আসেনি। তবে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক চলছে বলে জানা গেছে।

ইস্টার্ন রিফাইনারি সূত্রে জানা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশেনের (বিপিসি) একমাত্র জ্বালানি পরিশোধনাগার প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেড। এই প্রতিষ্ঠানে বিপিসির সরবরাহকৃত ক্রুড কিংবা পরিশোধনে কর্মকর্তা-কর্মচারীদের উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হলে একটি লভ্যাংশ উৎপাদন বোনাস হিসেবে দেওয়া হয়। বিপিসি ও তার অঙ্গ প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা, এসএওসিএল বা এলপিজিতে জ্বালানি বিক্রির লভ্যাংশ কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া হলেও ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন (প্রোডাকশন) বোনাস দেওয়া হয়।

কর্মকর্তা-কর্মচারীরা জানান, ইআরএলের এই উৎপাদন বোনাসের জন্য ব্যবস্থাপনা পরিচালক ৩১ আগস্টের মধ্যে বোনাস দেওয়ার কথা জানালেও বৃহস্পতিবারও বোনাস দিতে পারেনি প্রতিষ্ঠানটি। বিষয়টি নিয়ে গত ১৪ জুন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বোনাসের বিষয়টি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়। কিন্তু বোনাস পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয় এখনো অর্থ বরাদ্দ দেয়নি। এ কারণে সকাল থেকে কাজ বন্ধ রেখে অফিসে কর্মকর্তাদের অবরুদ্ধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। তবে বৃহস্পতিবার বিক্ষোভের মধ্যে কর্তৃপক্ষ ৭ থেকে ১০ দিনের মধ্যে বোনাসের অর্থ পরিশোধ করবে এমন আশ্বাস দিলেও আশ্বস্ত হতে পারেনি কেউ।

ইআরএল এমপ্লোয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাঈম জানান, উৎপাদন বোনাস ৩১ আগস্টের মধ্যে পরিশোধ না করায় শ্রমিকেরা আন্দোলন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে কর্মকর্তাদের সঙ্গে আমাদের মিটিং চলছে। বিস্তারিত পরে জানাবো। যদিও পরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তিনি আর ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লোকমান বলেন, আমাদের প্রতিষ্ঠানে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হলে সরকারের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীদের উৎপাদন বোনাস দেওয়া হয়। এই বোনাসের অর্থ বরাদ্দ দেয় অর্থ মন্ত্রণালয়। বিষয়টি নিয়ে বিপিসি এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় চিঠি দেওয়া হয়েছে। পরে বরাদ্দের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়ছে। সেখান থেকে অর্থ বরাদ্দের চুড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। যার কারণে বোনাস দিতে দেরি হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা : ভারতের সেনাপ্রধান

ইরানি বিক্ষোভকারীদের নতুন বার্তা ট্রাম্পের

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে চীন

রাজধানীর যেসব এলাকায় গ‍্যাস বন্ধ

‘শেষ ৪ মাসে আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি’

বুধবার সায়েন্সল্যাব-টেকনিক্যাল-তাঁতীবাজার অবরোধের ঘোষণা

যে কারণে স্বতন্ত্র নির্বাচন করছেন, জানালেন তাসনিম জারা

মাদ্রাসার টয়লেটে মিলল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ

ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল বিসিবি : ‘এক ইঞ্চিও পিছু হটব না’

কলকাতার হয়ে খেলা পেসারকেও ভিসা দিচ্ছে না ভারত

১০

প্রার্থী-সমর্থকদের প্রতি যে আহ্বান জানাল জমিয়ত

১১

‘হাঙর’ নিয়ে আসছেন নেপালি তারকা প্রমোদ আগ্রহারী

১২

শতাধিক কর্মী-সমর্থক নিয়ে ছাত্রদলে এনসিপি নেতা

১৩

দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

১৪

জকসুর প্রথম সভা অনুষ্ঠিত

১৫

পৌষ সংক্রান্তিতে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা

১৬

ডিএনসিসিতে ‘ইয়ুথ ফর ফেয়ার সিটি’ প্ল্যাটফর্মের যাত্রা শুরু

১৭

নতুন প্রধান কোচ নিয়োগ দিল ম্যানইউ

১৮

খেজু‌রের রস খেতে গিয়ে শিয়ালের কামড়, আহত ৪

১৯

শান্তি, ঐক্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার রবিনের

২০
X