বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাইয়ে শান্তি ও উন্নয়ন সমাবেশ শুরু হওয়ার আগে নেতাকর্মীদের উপস্থিতিতে লোকে লোকারণ্য সমাবেশস্থল। উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভার কর্মীরা মিছিল ও ফেস্টুন নিয়ে বারইয়ারহাট পৌরসভার ইঞ্চিনিয়ার মোশাররফ চত্বরে। সমাবেশকে ঘিরে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পৌরসভা এলাকা। বিকেল ৪টা থেকে সমাবেশ শুরু হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে দায়িত্ব পালন করছেন হাইওয়ে ও জোরারগঞ্জ থানা পুলিশ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুবউল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল হক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান।
মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, আজকের সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। দুএকটি ছাড়া এখনো সব ইউনিয়নের নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হয়নি। মূল প্রোগ্রাম শুরু হওয়ার আগে সবাই চলে আসবে।
মন্তব্য করুন