দেশের চলমান উন্নয়ন, ক্ষমতাসীন দলের রাজনৈতিক কর্মকাণ্ড ও ভালো লাগা থেকে দিনাজপুরের পার্বতীপুরে বিএনপিসহ বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে দলীয় কার্যালয়ে এলে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাদের বরণ করে নেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য যোগদানকৃতরা মনমথপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা। যোগদানকৃত সোহেল রানা জানান, আগে আওয়ামী লীগের বিপরীত দল করতাম। তবে, আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড আগে থেকেই ভালো লাগত। এরই প্রতিফলন হিসেবে আজ আমাদের যোগদান। যতদিন বেঁচে থাকব আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেই থাকব।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হাফিজুল ইসলাম প্রামানিক জানান, যে কেউ নিজের ভুল বুঝতে পেরে আমাদের দলে যোগদান করতে চাইলে পারবেন। সকলের জন্য আমাদের দরজা খোলা ছিল আছে এবং থাকবে। যারা আসবে তাদের সাদরে গ্রহণ করা হবে।
মন্তব্য করুন