চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জেলখাটা মুস্তাকিমকে মায়ের জন্য আর কষ্ট করতে হবে না

জামিন পেয়ে মাকে এভাবেই জরিয়ে ধরেছিলেন মোস্তাকিম। ছবি : কালবেলা
জামিন পেয়ে মাকে এভাবেই জরিয়ে ধরেছিলেন মোস্তাকিম। ছবি : কালবেলা

চট্টগ্রামে ডায়ালাইসিসের খরচ বাড়ানোর প্রতিবাদ করায় গ্রেপ্তার হয়ে থানায় নির্যাতনের শিকার হওয়া সেই মুস্তাকিমের মা নাসরিন আক্তার (৫৫) মারা গেছেন।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোরে নগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

অক্সিজেন-হাটহাজারী সড়কের ১নং দক্ষিণ পাহাড়তলি ওয়ার্ডের লালিয়ারহাট বাজারের পশ্চিম দিকে কবির কোম্পানির বাড়িতে মাকে নিয়ে ভাড়া থাকতেন মুস্তাকিম।

যোগাযোগ করা হলে মোস্তাকিম কালবেলাকে বলেন, আম্মুকে গ্রামের বাড়ি ফটিকছড়ির ধর্মপুরে আনা হয়েছিল। জোহরের নামাজের পর জানাজা শেষে আজাদি বাজার সংলগ্ন পারিবারিক গোরস্থানে আব্বুর কবরের পাশে দাফন করা হয়েছে।

মোস্তাকিমের আইনজীবী হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট জিয়া হাবিব আহসান বলেন, মোস্তাকিমের মায়ের বাড়ি আমাদের হালদা নদীর পারের গুমানমর্দন গ্রামে। তার মা আমাকে বর্দা (ভাইজান) বলে ডাকতেন। তার আচার ব্যবহার খুবই নরম প্রকৃতির ছিল। দীর্ঘদিন ধরে বিধবা নাসরিন আক্তার কিডনি ডায়ালসিসের দুর্বিষহ কষ্ট সহ্য করে আসছিলেন। একমাত্র অবলম্বন মোস্তাকিম প্রকাশ মোস্তাফিজকে কারামুক্ত করতে অসুস্থ শরীর নিয়ে আমাদের চেম্বারে এসে বসে থাকতেন তিনি।

তিনি আরও বলেন, মঙ্গলবার বিজ্ঞ আদালতে মোস্তাকিমের মামলার নারাজি শুনানির দিন ধার্য ছিল। মা এর ডায়ালাসিস খরচ নিয়ে মোস্তাকিমকে আর বিড়ম্বনার শিকার হতে হবে না। তার আম্মাজান তাকে নিয়ে আর কোনো দিন হাজিরাও দিতে আসবেন না।

জানা গেছে, নাসরিন আক্তারের দুটি কিডনিই বিকল ছিল। সপ্তাহে ডায়ালাইসিস করাতে হতো তিনবার। আট বছর ধরে এভাবে বেঁচে থাকার লড়াই করেন তিনি। একমাত্র অবলম্বন মাদ্রাসা পড়ুয়া ২২ বছর বয়সী ছেলে মোহাম্মদ মুস্তাকিম। তার টিউশনির টাকাতেই চলত নাসরিন আক্তারের ডায়ালাইসিসের খরচ।

গত বছরের ১০ জানুয়ারি দুপুর ১টার দিকে ডায়ালাইসিস ফি বৃদ্ধি এবং সরকারিভাবে ভর্তুকি কমিয়ে দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনের সড়কে কিডনি রোগী ও স্বজনদের বিক্ষোভ সমাবেশ থেকে মুস্তাকিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাকেসহ অজ্ঞাত পরিচয়ের ৫০ থেকে ৬০ জন রোগীর স্বজনকে আসামি করে সরকারি কাজে বাধাদান ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করে পুলিশ। পরে থানার হাজতখানায় নিয়ে মোস্তাকিমকে বেধড়ক মারধর করা হয়। পুলিশি নির্মমতার একপর্যায়ে লাঠির আঘাত পড়ে তার স্পর্শকাতর অঙ্গে। দুদিন সেখান থেকে ঝরে রক্ত। পরে জামিন পেয়ে মোস্তাকিম বাদী হয়ে পুলিশ হেফাজতে নির্যাতনের অভিযোগে পাঁচলাইশ থানার ওসি নাজিমসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলাটি তদন্ত করে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছিল সিআইডি। তবে মোস্তাকিমকে গ্রেপ্তারের পর থানায় নির্যাতনের অভিযোগকে নাটক বলে মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন পাঁচলাইশ থানার তৎকালীন ওসি নাজিম। সেই পোস্টে তিনি লেখেন, তার শরীরে ‘চোতরা পাতা’ লাগিয়ে আঘাতের সাজানো দাগ তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ২০ আগস্ট পাচঁলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদারকে সিএমপির সিটিএসবির পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবনে সিনায় চাকরি, বেতন ছাড়া পাবেন আরও বিভিন্ন সুবিধা

চট্টগ্রামের চকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

পুরুষদের নয়, পিতৃতন্ত্রকে অপছন্দ করি : বাঁধন

অনুভূতিহীন তথাকথিত কবি-শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়েছে : রিজভী

সুখবর পেলেন নারীঘটিত কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া ক্রিকেটার

অডিশনের সময়ে বিদ্যা আমাকে গালাগাল করেছিল : বিধু বিনোদ 

দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার সম্মেলন ২৬ ও ২৭ আগস্ট

দুধ দিয়ে কফি খাচ্ছেন, এই অভ্যাস ভালো নাকি ক্ষতিকর জানাল গবেষণা

পর্যটক বাড়াতে বিনামূল্যে বিমানের টিকিট দেবে থাইল্যান্ড

দুর্নীতির মামলায় খালাস পেলেন বিএনপি নেতা সেলিম ভূঁইয়া

১০

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৭২৭

১১

দ্বিতীয় পাকিস্তানি হিসেবে ইতিহাস গড়লেন আমির

১২

দীর্ঘ বিরতির পর ২৩ আগস্ট আসছে কোক স্টুডিওর ৪র্থ গান

১৩

হবু স্বামীর সঙ্গে কথা বলা কি জায়েজ?

১৪

পরীক্ষা শুরুর আগে হলেই কলেজছাত্রীর মৃত্যু

১৫

সীমান্তে ১১ বাংলাদেশিকে আটকের পরে ফেরত দিল বিএসএফ

১৬

বিস্ফোরণ মামলায় ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

১৭

রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

১৮

আর্জেন্টিনায় ম্যাচ চলাকালে সমর্থকদের তুমুল মারামারি

১৯

আশুলিয়ায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জুয়েল গ্রেপ্তার

২০
X