কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউগ্লেনা পাউডারের পুষ্টিগুণ ও ব্যবহৃত রান্নার তেলের সচেতনতা নিয়ে গোলটেবিল আলোচনা

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

ইউগ্লেনা জিজি লিমিটেড (গ্রামীণ ইউগ্লেনা) কর্তৃক একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল আলোচনার আয়োজন করে, যার বিষয়বস্তু ছিল ‘ইউগ্লেনা পাউডারের পুষ্টিগুণ ও ব্যবহৃত রান্নার তেল (UCO) সম্পর্কে সচেতনতা’।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুরের চিড়িয়াখানা রোডে টেলিকম ভবনের ইউনূস সেন্টারে এই আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুষ্টি, টেকসই উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা খাতের বিশেষজ্ঞ ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই কর্মসূচির মাধ্যমে ইউগ্লেনা পাউডারের পুষ্টিগুণ ও খাদ্য পণ্যে এর ব্যবহার এবং বাংলাদেশে ব্যবহৃত রান্নার তেল (UCO) পুনরায় ব্যবহারের সম্ভাব্য প্রতিবন্ধকতা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

ইউগ্লেনা জিজি লিমিটেড (গ্রামীণ ইউগ্লেনা) হলো জাপানের ইউগ্লেনা কোং লিমিটেড এবং বাংলাদেশের গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি কোম্পানি।

এটি নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং মি. মিৎসু ইজুমোর উদ্যোগে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়।

গ্রামীণ গ্রুপের ভাইস চেয়ারম্যান নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানটি উষ্ণ শুভেচ্ছা বিনিময় ও প্রধান অংশগ্রহণকারীদের সংক্ষিপ্ত পরিচিতির মাধ্যমে শুরু হয়। এতে নাবিস্কো, নিউ অলিম্পিয়া, বায়োটেক, মুইনজার এবং খাসফুডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও গ্রামীণ ডানোনের ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ উপস্থিত ছিলেন।

গোলটেবিলের অন্যতম প্রধান আকর্ষণ ছিল- মিস আয়াকা নাকাশিমা-প্রধান, লাইফ সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট, জাপানের উপস্থাপনা। তিনি ইউগ্লেনা পাউডারের ৫৯টি অপরিহার্য পুষ্টিগুণ সম্পর্কে আলোকপাত করেন, যা এটিকে অত্যন্ত শক্তিশালী পুষ্টিকর খাদ্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া, ইউগ্লেনা পাউডারের খাদ্য ও প্রসাধনী শিল্পে ব্যবহারের উদ্ভাবনী বিষয়টি নিয়েও আলোকপাত করা হয়।

বাংলাদেশে ইউগ্লেনা পাউডার ব্যবহার করে গেন্কি (শক্তি) কর্মসূচির অধীনে বাচ্চাদের জন্য পুষ্টিকর বিস্কুট তৈরি ও বিতরণ করা হয়, যা অপুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এরপর, আলোচনা করা হয় বাংলাদেশে ব্যবহৃত রান্নার তেলের (UCO) ব্যবহার ও স্বাস্থ্যঝুঁকির বিষয়ে। বাংলাদেশে রান্নার তেল একাধিকবার ব্যবহারের প্রচলিত প্রবণতা নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেন। তারা মন্তব্য করেন, রান্নার তেল একাধিকবার ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত ক্ষতি হতে পারে।

UCO থেকে বায়োফুয়েল রূপান্তরের সম্ভাবনা :

গ্রামীণ ইউগ্লেনায়ের বোর্ড মেম্বার মিস ইকুহো মিয়াজাওয়া এবং অপারেশন প্রধান মি. নাজমুচ্ ছায়েদাত UCO নিয়ে পরিচালিত সম্ভাব্যতা সমীক্ষার ফলাফল উপস্থাপন করেন। এতে দেখা যাচ্ছে যে, UCO থেকে বায়োফুয়েল তৈরি করা সম্ভব, যা পরিবেশগত ও স্বাস্থ্যগত সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবে এবং টেকসই ভবিষ্যৎ গঠনে ব্যাপক সহায়ক হবে।

আলোচনার পর উপস্থিত অংশগ্রহণকারীরা নেটওয়ার্কিং সেশন উপভোগ করেন, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতবিনিময় করেন।

ফোকাস গ্রুপ আলোচনা (FGD)

গোলটেবিল আলোচনায় দুটি বিষয়ে ফোকাস গ্রুপ আলোচনা (FGD) অনুষ্ঠিত হয় :

১. ইউগ্লেনা পাউডার খাদ্যপণ্যে ব্যবহার ও এর গুরুত্ব।

২. UCO-এর বিকল্প ব্যবহার ও সম্ভাব্য সমাধান।

গ্রামীণ ইউগ্লেনার গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান মো. মোকসেমুল ফাহিম UCO ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে মূল্যবান ও বিশ্লেষণাত্মক বক্তব্য উপস্থাপন করেন এবং UCO বায়োফুয়েলে রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, বাংলাদেশে UCO-এর বিকল্প ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করা অতীব জরুরি।

অনুষ্ঠানটি পুষ্টিহীনতা ও খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে সমাপ্তি ঘোষণা করা হয়। ইউগ্লেনা কোং লিমিটেডের বাংলাদেশ অফিসের প্রধান মিস শিওরি ওনিশি বলেন, ‘আমরা উদ্ভাবনী সমাধানের মাধ্যমে এসব বৈশ্বিক সমস্যা মোকাবিলায় অঙ্গীকারবদ্ধ। একসাথে কাজ করলে টেকসই পরিবর্তন সম্ভব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যেসব খাবার কখনোই ফ্রিজে রাখবেন না

পাসপোর্ট ছাড়া ঘরে বসেই যেভাবে পাবেন ডুয়েল কারেন্সি কার্ড

শীতের রাতে গাজায় ফের হামলা শুরু করল ইসরায়েল

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৯

ফিলিস্তিনিদের নতুন দেশে পাঠানোর গোপন নীলনকশা

আর্জেন্টিনায় ভয়াবহ দাবানলে বনভূমি পুড়ে ছাই

প্রস্তাব পেলে বাংলাদেশের কোচ হবেন কি না জানালেন মিকি আর্থার

রোলার চাপায় খেলার বয়সেই থেমে গেল শিশু আজিমের জীবন

জাপা-এনডিএফের প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না: হাইকোর্টের রুল

ইন্টারনেট নিয়ে গ্রাহকদের বড় সুখবর দিল বিটিসিএল

১০

আমেরিকানদের খুব দ্রুত ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ

১১

আ.লীগ নেতার বাড়িতে আগুন

১২

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতে প্রার্থী মোবিন

১৩

কুমিল্লা-২ আসন নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসির আবেদন

১৪

কর ফাঁকির মামলায় খালাস পেলেন দুলু

১৫

সাবেক মেয়র লিটনের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

১৬

পাওনা টাকা সংগ্রহে বাড়ি থেকে বের হন, মরদেহ ধানক্ষেতে

১৭

জীবনযাপনের মধ্যেই লুকিয়ে আছে মাথাব্যথার কারণ

১৮

যেভাবেই হোক, গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্র দখল করবেই : ট্রাম্প

১৯

ভারতে না খেলার সিদ্ধান্তে এখনও অটল বিসিবি

২০
X