কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ইউগ্লেনা পাউডারের পুষ্টিগুণ ও ব্যবহৃত রান্নার তেলের সচেতনতা নিয়ে গোলটেবিল আলোচনা

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

ইউগ্লেনা জিজি লিমিটেড (গ্রামীণ ইউগ্লেনা) কর্তৃক একটি গুরুত্বপূর্ণ গোলটেবিল আলোচনার আয়োজন করে, যার বিষয়বস্তু ছিল ‘ইউগ্লেনা পাউডারের পুষ্টিগুণ ও ব্যবহৃত রান্নার তেল (UCO) সম্পর্কে সচেতনতা’।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মিরপুরের চিড়িয়াখানা রোডে টেলিকম ভবনের ইউনূস সেন্টারে এই আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পুষ্টি, টেকসই উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা খাতের বিশেষজ্ঞ ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই কর্মসূচির মাধ্যমে ইউগ্লেনা পাউডারের পুষ্টিগুণ ও খাদ্য পণ্যে এর ব্যবহার এবং বাংলাদেশে ব্যবহৃত রান্নার তেল (UCO) পুনরায় ব্যবহারের সম্ভাব্য প্রতিবন্ধকতা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

ইউগ্লেনা জিজি লিমিটেড (গ্রামীণ ইউগ্লেনা) হলো জাপানের ইউগ্লেনা কোং লিমিটেড এবং বাংলাদেশের গ্রামীণ কৃষি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি কোম্পানি।

এটি নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং মি. মিৎসু ইজুমোর উদ্যোগে ২০১১ সালে প্রতিষ্ঠিত হয়।

গ্রামীণ গ্রুপের ভাইস চেয়ারম্যান নাজনীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানটি উষ্ণ শুভেচ্ছা বিনিময় ও প্রধান অংশগ্রহণকারীদের সংক্ষিপ্ত পরিচিতির মাধ্যমে শুরু হয়। এতে নাবিস্কো, নিউ অলিম্পিয়া, বায়োটেক, মুইনজার এবং খাসফুডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও গ্রামীণ ডানোনের ব্যবস্থাপনা পরিচালক দীপেশ নাগ উপস্থিত ছিলেন।

গোলটেবিলের অন্যতম প্রধান আকর্ষণ ছিল- মিস আয়াকা নাকাশিমা-প্রধান, লাইফ সায়েন্স রিসার্চ ইনস্টিটিউট, জাপানের উপস্থাপনা। তিনি ইউগ্লেনা পাউডারের ৫৯টি অপরিহার্য পুষ্টিগুণ সম্পর্কে আলোকপাত করেন, যা এটিকে অত্যন্ত শক্তিশালী পুষ্টিকর খাদ্যের পরিপূরক হিসেবে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া, ইউগ্লেনা পাউডারের খাদ্য ও প্রসাধনী শিল্পে ব্যবহারের উদ্ভাবনী বিষয়টি নিয়েও আলোকপাত করা হয়।

বাংলাদেশে ইউগ্লেনা পাউডার ব্যবহার করে গেন্কি (শক্তি) কর্মসূচির অধীনে বাচ্চাদের জন্য পুষ্টিকর বিস্কুট তৈরি ও বিতরণ করা হয়, যা অপুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এরপর, আলোচনা করা হয় বাংলাদেশে ব্যবহৃত রান্নার তেলের (UCO) ব্যবহার ও স্বাস্থ্যঝুঁকির বিষয়ে। বাংলাদেশে রান্নার তেল একাধিকবার ব্যবহারের প্রচলিত প্রবণতা নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেন। তারা মন্তব্য করেন, রান্নার তেল একাধিকবার ব্যবহারের ফলে দীর্ঘমেয়াদি স্বাস্থ্যগত ক্ষতি হতে পারে।

UCO থেকে বায়োফুয়েল রূপান্তরের সম্ভাবনা :

গ্রামীণ ইউগ্লেনায়ের বোর্ড মেম্বার মিস ইকুহো মিয়াজাওয়া এবং অপারেশন প্রধান মি. নাজমুচ্ ছায়েদাত UCO নিয়ে পরিচালিত সম্ভাব্যতা সমীক্ষার ফলাফল উপস্থাপন করেন। এতে দেখা যাচ্ছে যে, UCO থেকে বায়োফুয়েল তৈরি করা সম্ভব, যা পরিবেশগত ও স্বাস্থ্যগত সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখবে এবং টেকসই ভবিষ্যৎ গঠনে ব্যাপক সহায়ক হবে।

আলোচনার পর উপস্থিত অংশগ্রহণকারীরা নেটওয়ার্কিং সেশন উপভোগ করেন, যেখানে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতবিনিময় করেন।

ফোকাস গ্রুপ আলোচনা (FGD)

গোলটেবিল আলোচনায় দুটি বিষয়ে ফোকাস গ্রুপ আলোচনা (FGD) অনুষ্ঠিত হয় :

১. ইউগ্লেনা পাউডার খাদ্যপণ্যে ব্যবহার ও এর গুরুত্ব।

২. UCO-এর বিকল্প ব্যবহার ও সম্ভাব্য সমাধান।

গ্রামীণ ইউগ্লেনার গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান মো. মোকসেমুল ফাহিম UCO ব্যবহারের ক্ষতিকর প্রভাব নিয়ে মূল্যবান ও বিশ্লেষণাত্মক বক্তব্য উপস্থাপন করেন এবং UCO বায়োফুয়েলে রূপান্তরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, বাংলাদেশে UCO-এর বিকল্প ব্যবহারের সম্ভাব্যতা যাচাই করা অতীব জরুরি।

অনুষ্ঠানটি পুষ্টিহীনতা ও খাদ্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে সমাপ্তি ঘোষণা করা হয়। ইউগ্লেনা কোং লিমিটেডের বাংলাদেশ অফিসের প্রধান মিস শিওরি ওনিশি বলেন, ‘আমরা উদ্ভাবনী সমাধানের মাধ্যমে এসব বৈশ্বিক সমস্যা মোকাবিলায় অঙ্গীকারবদ্ধ। একসাথে কাজ করলে টেকসই পরিবর্তন সম্ভব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থানা ব্যারাকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে গ্রেপ্তার করবে : শাহজাহান চৌধুরী

মারা গেলেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম

আপনি কি জানেন, কেন তালার নিচে ছোট্ট ছিদ্র থাকে?

কর্তব্যরত পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু

‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন রাবির সাবেক শিক্ষার্থী

পূর্বাচলে প্লট দুর্নীতি : শেখ হাসিনাসহ ১২ জনের রায় ২৭ নভেম্বর

২৪ ঘণ্টায় ৯১ ভূমিকম্প

গুমের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

১০

ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায়: মাহিয়া মাহি

১১

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১২

আসবাবের যেসব রং ঘরকে সুন্দর ও আরামদায়ক দেখাবে

১৩

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৪

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

১৫

রাত হলেই শিশুপার্কটি হয়ে ওঠে মাদকের আড্ডাখানা

১৬

অপেক্ষা বাড়ছে বাংলাদেশের, দরকার ২ উইকেট

১৭

আয়ারল্যান্ড সিরিজে থাকছেন না তাসকিন, বদলি কে

১৮

নদীগর্ভে বিলীন সড়ক, ৩ জেলার যোগাযোগে দুর্ভোগ

১৯

অসৎ লোককে নির্বাচিত করলে কপালে ভোগান্তিই আসবে : দুদক চেয়ারম্যান

২০
X