সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পদ্মা সেতুর ইলেট্রনিক টোল সংগ্রহ প্রক্রিয়ায় যুক্ত হলো নগদ

সেতু কর্তৃপক্ষের সঙ্গে নগদ কর্তপক্ষের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা। 
সেতু কর্তৃপক্ষের সঙ্গে নগদ কর্তপক্ষের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

পদ্মা সেতুতে নিরবচ্ছিন্নভাবে চলাচলের জন্য অত্যাধুনিক ইলেট্রনিক টোল সংগ্রহের (ইটিসি) দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এতে গতানুগতিক পদ্ধতিতে লাইন ধরে টাকা দিয়ে টোল পরিশোধের দিন শেষ হবে।

বুধবার (৩০ এপ্রিল) এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ। এই চুক্তির আওতায় ইলেকট্রনিক পদ্ধতিতে আরএফআইডি প্রযুক্তির মাধ্যমে স্বল্প সময়ের ভেতর টোল আদায়ের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ফলে টোল প্লাজায় না থেমেই নগদের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের টোল পরিশোধ করতে পারবেন। তাতে যানবাহন চলাচলের সময় যেমন বাঁচবে, একইসঙ্গে ভোগান্তিও অনেকাংশে লাঘব হবে।

রাজধানীর সেতু ভবনের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিপত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার নুরুল হক । নগদ-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির চিফ স্ট্রাটেজি অফিসার মো. মুয়িয তাসনিম ত্বকী।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, সেতু অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আলতাফ হোসেন, নগদ-এর প্রশাসক মো. মোতাছিম বিল্লাহসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। অনুষ্ঠানে আরো তিনটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে সেতু বিভাগ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সেতু বিভাগের নির্বাহী পরিচালক ও সচিব ইলেকট্রনিক টোল আদায় সম্পর্কে বলেন, জনগণকে ঝামেলাহীন সেবা দিতেই আমরা পদ্মা সেতুর টোল আদায়কে ডিজিটাল পেমেন্ট করার উদ্যোগ নিয়েছি। এই প্রক্রিয়ায় আসন্ন ঈদ-উল আযহার সময় থেকেই যাত্রীরা যাতে সহজেই পদ্মা সেতু ব্যবহার করে যাতায়াত করতে পারে সেটাই হবে আমাদের লক্ষ্য। সে জন্যই নগদসহ আরো কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে আমরা চুক্তি করছি।

এ সময় নগদ-এ নিযুক্ত বাংলাদেশ ব্যাংকের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, আমরা আমাদের প্রযুক্তিকে ডিজিটাল পেমেন্ট উপযোগী করে গড়ে তুলছি। সেবা গ্রহণের ক্ষেত্রে গ্রাহকদের প্রণোদনাও দেওয়া হচ্ছে। সেইসঙ্গে সরকারের দিক থেকেও একটু উদ্যোগ নেওয়া গেলে সেবাটি অনেক বেশি জনপ্রিয় হতে পারে। সফলভাবে করা গেলে টোল প্লাজায় গাড়ির অপ্রয়োজনীয় জট যেমন হবে না, তেমনি টোল আদায়ের লেনদেনও হবে আধুনিক ও স্বাচ্ছন্দ্যময়।

চুক্তির বিষয়ে নগদের চিফ স্ট্রাটেজি অফিসার মো. মুয়িয তাসনিম ত্বকী বলেন, আজ যে চুক্তি স্বাক্ষরিত হলো, তার ফলে বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট বাস্তবায়নের ক্ষেত্রে মাইলফলকের ভূমিকা হিসেবে গণ্য হবে। আমরা অপারেটরেরা সেবা তৈরি করছি। তবে আমাদের উদ্যোগ পরিপূর্ণভাবে সফল হতে হলে অবশ্যই এখানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ-এর বড় রকমের ভূমিকা রাখতে হবে।

সহজ সেবা ও কম খরচের কারণে দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবায় পরিণত হয়েছে ডাক বিভাগের নগদ। বর্তমান সময়ে স্বচ্ছতা ও গ্রাহকের আস্থা নিশ্চিত করার মাধ্যমে প্রতিদিন গ্রাহক প্রিয় হচ্ছে নগদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কের মাঝখানে গাছ রেখেই ঢালাই সম্পন্ন 

বুটেক্স সাংবাদিক সমিতির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

টানা ৮ ঘণ্টা অবরুদ্ধ জবির ভিসি

৬৪ জেলার নেতাকর্মীদের নতুন বার্তা দিল এনসিপি

ম্যানইউর জয়হীন ধারা অব্যাহত, এবার ফুলহামের মাঠে ড্র

ব্র্যাক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা-পেশাজীবীদের নিয়ে ‘আগামীর পথ’ অনুষ্ঠিত

প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে সাকিবের অনন্য কীর্তি

জুলাই যোদ্ধা শহীদ তানভীরের চাচা খুন

ভরা জোয়ারে ডুবে যায় বিদ্যালয়, শঙ্কায় অভিভাবক-শিক্ষার্থী

যেভাবে গ্রেপ্তার হলেন তৌহিদ আফ্রিদি

১০

তারের পর এবার চুরি হলো সেতুর রিফ্লেক্টর লাইট

১১

‘এবার আমাদের পালা’ স্বরূপ আচরণ উদ্বেগজনকভাবে বাড়ছে : টিআইবি

১২

ভূমি অধিগ্রহণে আটকে আছে ইউলুপ, ইউটার্নে মরছে মানুষ!

১৩

কনে দেখতে যাওয়ার পথে নৌকাডুবি : নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার

১৪

থাইল্যান্ডের ক্লাবে আবার ভাইরাল ‘কাঁচা বাদাম গার্ল’ অঞ্জলি

১৫

চাকসুতে সমকামিতা সমর্থক ও মাদকাসক্তদের প্রার্থিতা বাতিলের দাবি

১৬

ঠাকুরগাঁওয়ের মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৭

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ১০ শয্যার এইচডিইউ উদ্বোধন

১৮

এবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

১৯

রাকসুতে প্রথম দিনে ৫ জনের মনোনয়ন সংগ্রহ 

২০
X