কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫: আতিথেয়তার মাঠে ক্রিকেটের মহোৎসব

ছবি : সৌজন্য
ছবি : সৌজন্য

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা), আতিথেয়তা খাতের শীর্ষস্থানীয় প্রতিনিধিত্বকারী সংস্থা, গর্বের সঙ্গে ঘোষণা করছে ‘ওরিক্স প্রেজেন্টস বিহা চ্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) ২০২৫’ এর ট্রফি উন্মোচন অনুষ্ঠান, যা অনুষ্ঠিত হয়েছে ২৭ এপ্রিল ২০২৫ তারিখে শেরাটন ঢাকায়। এই প্রতিযোগিতা শুরু হবে বৃহস্পতিবার (৮ মে) থেকে এবং চলবে টানা ১৪ দিন। চূড়ান্ত ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ মে ২০২৫ তারিখে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে।

এই লীগে দেশের স্বনামধন্য হোটেলসমূহের উচ্ছ্বাসপূর্ণ অংশগ্রহণ প্রত্যক্ষ করা যাবে। অংশগ্রহণকারী হোটেলগুলোর মধ্যে রয়েছে: আমারি ঢাকা, অ্যাসকট প্যালেস ঢাকা, বেস্ট ওয়েস্টার্ন প্লাস মেপল লিফ, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান, হানসা - এ প্রিমিয়াম রেসিডেন্স, হলিডে ইন ঢাকা সিটি সেন্টার (আইএইচজি হোটেল), হোটেল ওমনি রেসিডেন্সি ঢাকা, হোটেল সারিনা ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, লেকশোর বনানী, লে মেরিডিয়ান ঢাকা, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা, প্লাটিনাম হোটেলস বাই শেলটেক, রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল, সায়মান বিচ রিসোর্ট লিমিটেড, শেরাটন ঢাকা, সিক্স সিজনস হোটেল, দি পেনিনসুলা চট্টগ্রাম পিএলসি, দি রেইনট্রি ঢাকা এবং দি ওয়েস্টিন ঢাকা।মোট ২০টি বিখ্যাত হোটেল ইতিমধ্যে বিসিএল ২০২৫-এ অংশগ্রহণের জন্য নিবন্ধন সম্পন্ন করেছে। সবাই একসাথে হাত মিলিয়েছে এক ছন্দে, এক স্বপ্নে। এখানে প্রতিযোগিতা নয়, বন্ধুত্বের গল্প লেখা হবে; প্রতিটি ছক্কায়, প্রতিটি উইকেটে বাজবে একতার জয়ধ্বনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বোর্ড প্রেসিডেন্ট জনাব ফারুক আহমেদ বলেন, ‘আতিথেয়তা খাতের পেশাজীবীদের এমন ভিন্নধর্মী উদ্যোগে একত্রিত হতে দেখে সত্যিই ভালো লাগছে, যেখানে তারা কেবল মাঠে প্রতিভা প্রদর্শন করছেন না, বরং নিজেদের সম্প্রদায়ের শক্তিও তুলে ধরছেন।’

বিহা এর প্রেসিডেন্ট জনাব এইচ এম হাকিম আলী তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫ আতিথেয়তা খাতের ঐক্য ও উদ্দীপনার প্রকৃত প্রতিচ্ছবি।

বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-এর চেয়ারম্যান জনাব শাখাওয়াত হোসেন বলেন, আমরা সবাই আতিথেয়তা খাতে কাজ করি খেলোয়াড়সুলভ মানসিকতা নিয়ে, দৃঢ় দলীয় চেতনা বজায় রেখে এবং স্টেকহোল্ডারদের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলি। তাই, খেলাধুলায় অংশগ্রহণ মানসিকতা ও শারীরিক সক্ষমতা উভয়ই বৃদ্ধি করে। এটি আমাদের দলগত কাজ ও দায়িত্ববোধও শিক্ষা দেয়। বিহাকে অসংখ্য ধন্যবাদ, এমন একটি উদ্যোগ নেয়ার জন্য, যা সকল হোটেলকর্মীদের একই প্ল্যাটফর্মে একত্রিত করেছে এবং সরকারের অনুমোদন পেয়েছে।

ওরিক্স প্রেজেন্টস বিহা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫ পাওয়ার্ড বাই লিলি, সহযোগিতায় নুর আলী ফ্যামিলি ট্রাস্ট, মিডিয়ার আলো ছড়াচ্ছে: যমুনা টেলিভিশন, উৎসবের সম্প্রচার সঙ্গী: সাইলেন্ট স্পোর্টস, গর্বের জার্সি প্রস্তুত করেছে: এমভি ট্রেডার্স, চলাফেরার নির্ভরতা: হানসা ম্যানেজমেন্ট লিমিটেড এবং অ্যাট ইয়োর সার্ভিসেস লিমিটেড, এ ছাড়া আমাদের এই মহাযাত্রায় আস্থা ও সমর্থন জুগিয়েছে: সানবিট, টাইলক্স, অ্যাকনল, হারলান, ডাইভার্সি, ইউএস-বাংলা, নুর ট্রেড হাউস, কোয়ালিটি এগ্রো, প্রাণ এগ্রো, বেঙ্গল মিট এবং তাজ এন্টারপ্রাইজ।

বিহা চ্যাম্পিয়ন্স লিগ সম্পর্কে:

বিহা চ্যাম্পিয়ন্স লিগ একটি পথপ্রদর্শক ক্রিকেট টুর্নামেন্ট, যেখানে বাংলাদেশের সব বিহা সদস্য হোটেলকে অংশগ্রহণের জন্য উন্মুক্ত আমন্ত্রণ জানানো হয়েছে। এটি আতিথেয়তা ও ক্রীড়ার এক অনন্য মেলবন্ধন।এই টুর্নামেন্টের মাধ্যমে হোটেলগুলো শুধু প্রতিযোগিতা করে না, বরং দলীয় চেতনা ও সৌহার্দ্যের এক দুর্দান্ত উদাহরণ স্থাপন করে। বিলাসবহুল চেইন হোক বা বুটিক হোটেল, প্রতিটি দল তাদের হোটেলের গর্ব এবং খেলাধুলার প্রতি ভালোবাসা প্রকাশ করে।

হোটেল স্টাফদের একত্রিত হওয়ার, কর্মস্থলের গণ্ডি ছাড়িয়ে দলগত চেতনা ও বন্ধুত্ব গড়ে তোলার এই দুর্লভ সুযোগ, যেখানে তারা ক্রিকেট গিয়ারে সজ্জিত হয়ে প্রতিভা প্রদর্শন করতে এবং খেলার উত্তেজনা উপভোগ করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে ইকোফ্লোর আনুষ্ঠানিক যাত্রা শুরু করল এসিআই মোটরস

কঠোর কর্মসূচিতে যাচ্ছে ২৫টি ক্যাডারের কর্মকর্তারা 

যে কারণে হিরো আলমের বিরুদ্ধে মামলা করলেন রিয়া মণি

ইউআইইউ ফার্মেসি বিভাগীয় প্রধানের ওডব্লিউএসডি ফেলোশিপ অর্জন

বিএনপি নেত্রীর নির্দেশে স্কুল মাঠে পশুর হাট

আবরার ফাহাদকে হত্যা জায়েজ ছিল : ছাত্র ইউনিয়ন নেতা

গমের আটায় পুষ্টি উপাদান সংযোজন বিষয়ে কর্মশালা

প্রাথমিক শিক্ষকদের সঙ্গে বৃহস্পতিবার বসছেন গণশিক্ষা উপদেষ্টা

সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় সাপের কামড়ে প্রাণ গেল ২ জনের

১০

গোল্ডেন ডোমে যোগ দিতে / কানাডার কাছে ৬১ বিলিয়ন দাবি ট্রাম্পের, না হলে হতে হবে ৫১তম অঙ্গরাজ্য

১১

ইরানের পাশে দাঁড়াচ্ছে পরমাণু অস্ত্রধারী দেশ পাকিস্তান?

১২

সবচেয়ে বড় মুসলিম দেশ ইসরায়েলকে স্বীকৃতিতে প্রস্তুত, তবে…

১৩

কপোতাক্ষ নদের রিং বাঁধ ভেঙে ৪০০ বিঘা মৎস্য ঘের প্লাবিত

১৪

পাকিস্তান মিশনে প্রস্তুত বাংলাদেশ, প্রথম ম্যাচে কেমন হতে পারে একাদশ?

১৫

জয়পুরহাটে দিনদুপুরে ছাত্রদল নেতাকে হত্যা

১৬

বন্যহাতির আতঙ্ক নিয়েই চলছে বুবলীর শুটিং

১৭

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না : সরকারকে তারেক রহমান

১৮

পবিপ্রবিতে দেয়াল ধসে শ্রমিক নিহত

১৯

সাপ্তাহিক ছুটির দাবি গৃহকর্মীদের

২০
X