বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজযাত্রীদের জন্য হুইল চেয়ার দিয়েছে রোটারি ক্লাব অব মতিঝিল। সম্প্রতি বলাকা ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ হুইল চেয়ারগুলো হস্তান্তর করা হয়।
রোটারি ক্লাব অব মতিঝিলের পক্ষে আরটিএন, পিপি আবদুস শাকুর চৌধুরী এমপিএইচএফ, এমসি, বি, এমডি ১২টি হুইল চেয়ার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমানের কাছে প্রদান করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিপণন ও বিক্রয় পরিদপ্তরের পরিচালক আশরাফুল আলম, জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর, রোটারি ক্লাব অব মতিঝিলের আরটিএন, পিপি সত্য রঞ্জন সাহা এমপিএইচএফ ও আরটিএন, পিপি মসিহ্ মালিক চৌধুরী এফসিএ।
এসময়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. সাফিকুর রহমান বলেন, হুইল চেয়ারগুলোর সংযোজনের ফলে হজক্যাম্প ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের পক্ষ থেকে হজযাত্রীদের হজযাত্রা অধিক আরামদায়ক ও নিরাপদ হবে। তিনি রোটারি ক্লাব অব মতিঝিলের সব সদস্যকে ধন্যবাদ জানান।
মন্তব্য করুন