বাংলাদেশের ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। একইসঙ্গে প্রতিষ্ঠানটি ‘মোস্ট সাসটেইনেবল এফএমসিজি কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কারও অর্জন করেছে।
২০২৫ সালের এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড উদ্যোগে 'সেরা টেকসই কোম্পানি' হিসেবে সম্মাননা অর্জনের পাশাপাশি, ইউনিলিভার বাংলাদেশ আরও ৬টি ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত উদ্যোগে ইউনিলিভার বাংলাদেশ সামগ্রিকভাবে সর্বোচ্চসংখ্যক সম্মাননা অর্জন করেছে।
ষাট বছরেরও বেশি সময় ধরে, ৩৯.২৫% সরকারি মালিকানাধীন এই এফএমসিজি (কনজিউমার গুডস / ভোগ্যপণ্য) কোম্পানিটি শুধু আন্তর্জাতিক মানের পণ্য উৎপাদন ও সরবরাহ করেই নয়, বরং মানুষের জীবনমান উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক অবদান রেখে চলেছে। ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (UBL) জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs)-এর মধ্যে ১৩টিতে কৌশলগতভাবে অবদান রেখে আসছে এবং ২০২০ সাল থেকে এখন পর্যন্ত প্রায় ১২ কোটি মানুষের জীবন স্পর্শ করেছে ও ইতিবাচক প্রভাব ফেলেছে।
ইউনিলিভার বাংলাদেশ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ প্রকল্পের জন্য পুরস্কৃত হয়েছে। ‘সাসটেইনেবল পার্টনারশিপস অ্যান্ড ইনস্টিটিউশন্স’ ক্যাটাগরিতে ‘ডোমেক্স অ্যান্ড ভূমিজ’স ফাইট অ্যাগেইনস্ট পুওর স্যানিটেশন’, ‘সাসটেইনেবল কমিউনিটি’ ক্যাটাগরিতে ‘এমপাওয়ারিং দ্য ইয়ুথ ইন ভলান্টিয়ারিজম’ এবং ‘ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ’ ক্যাটাগরিতে ‘ওয়েস্ট ওয়ার্কার্স লাইভলিহুড এনহ্যান্সমেন্ট ইন চট্টগ্রাম’ প্রকল্পেও পুরস্কার পেয়েছে। প্রতিষ্ঠানটি ‘রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন’ ক্যাটাগরিতে ‘রেসপনসিবল সোর্সিং ফর আ গ্রিনার টুমরো’ এবং ‘ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্ট ক্যাটাগরিতে ‘সাসটেইনেবিলিটি ইন মোশন: টুওয়ার্ডস আ গ্রিনার টুমরো’ প্রকল্পে ‘অনারেবল মেনশন’ অর্জন করেছে।
বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখায়, বাংলাদেশ সাসটেইনেবল সামিটে আয়োজিত ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫’ অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ এই সম্মাননাগুলো লাভ করে।
এই এফএমসিজি প্রতিষ্ঠানটি শুধু জনপ্রিয় ও দৈনন্দিন ব্যবহার্য পণ্যের পাশাপাশি প্রতিনিয়ত সব শ্রেণীর মানুষের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৫ এ মোস্ট সাসটেইনেবল কোম্পানি হিসেবে ইউনিলিভারের এই স্বীকৃতি বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যে অর্জনের যাত্রায় গঠনমূলক অবদান রাখতে ও দেশের সকল মানুষের প্রতিদিনের জীবনকে আরও আলোকিত আর উজ্জ্বল করবার লক্ষ্যে অঙ্গীকারবদ্ধ থাকতে প্রতিষ্ঠানটিকে অনুপ্রেরণা ও শক্তি যোগাবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ, কর্পোরেট প্রতিনিধি ও উন্নয়ন অংশীদারদের উপস্থিতিতে ইউনিলিভার বাংলাদেশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার ও ফাইন্যান্স ডিরেক্টর জিনিয়া তানজিনা হক এবং প্রতিষ্ঠানটির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা পুরস্কার গ্রহণ করেন।
উল্লেখ্য, ইউনিলিভার বাংলাদেশ ২০২৪ সালেও একাধিক ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেছিল। ইউনিলিভার বাংলাদেশের কার্যক্রম কেবল ব্যবসায়িক সফলতায় সীমাবদ্ধ নয়, বরং দীর্ঘমেয়াদি সামাজিক পরিবর্তন ও টেকসই উন্নয়নের প্রতিও প্রতিষ্ঠানটি দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। একাধিকবার এই সম্মাননা অর্জনই তার স্পষ্ট প্রমাণ।
মন্তব্য করুন