অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় এ স্মারক অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক ও সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ড. আনম এহসানুল হক মিলন এবং ড. মাহাবুবুর রহমান মোল্লার উপস্থিতিতে স্বাক্ষরিত হয়।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। এছাড়া এডাস্ট স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের কর্মকর্তা, ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ড. এহসানুল হক মিলন তার বক্তব্যে বলেন, শহীদ জিয়ার দারিদ্র্যমুক্ত মেধাবী জাতি গঠনের স্বপ্ন বাস্তবায়নে ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি উল্লেখ করেন, বিএনপি সরকারের সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে নকলমুক্ত পরিবেশ গড়ে তোলায় এই প্রতিষ্ঠান ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। তিনি আরও আশা প্রকাশ করেন, আবারও দেশের সেবায় সুযোগ পেলে শিক্ষা খাতে শৃঙ্খলা ও নকলমুক্ত পরিবেশ প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবেন।
বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে ড. মাহাবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট একটি জাতীয় স্তরের স্কিল প্রোগ্রাম চালু করবে। তিনি আরও বলেন, সুবিধাবঞ্চিত এলাকায় কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে ড. মাহাবুবুর রহমান মোল্লা শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন, যা পুরো এলাকার উন্নয়নে ভূমিকা রাখছে।
মন্তব্য করুন