কুবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরাসমাস আন্তর্জাতিক ক্রেডিট মোবিলিটিতে যুক্ত হওয়ার যোগ্যতা পেল কুবি

আইসিএম কর্মসূচি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত
আইসিএম কর্মসূচি ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : সংগৃহীত

ইরাসমাস ও ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (আইসিএম) কর্মসূচিতে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি প্রাতিষ্ঠানিক আইডি (E10413895) পাওয়ার মধ্যে দিয়ে এ যোগ্যতা অর্জন করেছে। এর ফলে ইউরোপ ও তুরস্কসহ মোট ৩৩টি দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর সূত্রে জানা যায়, আইসিএমকে ‘ইরাসমুস স্ট্যাটাস’ বলা হলেও বাস্তবে বাংলাদেশের জন্য আলাদা কোনো ইরাসমুস স্ট্যাটাস নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে স্বীকৃতি পেয়েছে, তার প্রকৃত নাম International Credit Mobility (ICM)। এ কর্মসূচিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পার্টনার বিশ্ববিদ্যালয় হিসেবে অংশ নিতে পারবে। তবে কো-অর্ডিনেটিং ইউনিভার্সিটি অবশ্যই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ বা তুরস্কের হতে হবে।

এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান বলেন, প্রায় দুই মাস ধরে আমরা এ আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি। সফলভাবে প্রাতিষ্ঠানিক আইডি পাওয়ার অর্থ হলো— এখন আমরা বিশ্বের ৩৩টি দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রামে পাঠানোর সুযোগ তৈরি করতে পারব।

তিনি জানান, এ আইডির সর্বোচ্চ সুবিধা নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অগ্রাধিকার হবে আরও বেশি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর। কারণ আইসিএম কর্মসূচিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সরাসরি কোনো ফান্ড পায় না। ইউরোপীয় বা অ্যাসোসিয়েটেড দেশগুলোর পার্টনার বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজ নিজ ন্যাশনাল এজেন্সির মাধ্যমে যে বাৎসরিক ইরাসমাস ফান্ড পায়, সেই ফান্ড ব্যবহারের ক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম যুক্ত হয়। এর ফলে ওই ফান্ড থেকেই কুবির শিক্ষক ও শিক্ষার্থীরা এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ পাবেন।

তিনি আরও জানান, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে তুরস্কের দুটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় চুক্তি (MoU) স্বাক্ষর করেছে। এসব প্রতিষ্ঠানের কাছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের OID জানিয়ে দেওয়া হবে। পাশাপাশি আরও নতুন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তির চেষ্টা চলছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পার্টনার হিসেবে দেখিয়ে ICM ফান্ডের জন্য আবেদন করে এবং ফান্ড পায়, তাহলে সেটি বিশ্ববিদ্যালয়ের জন্য বড় অর্জন হবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় নিজ নামে সরাসরি ইরাসমাস ফান্ড পেতে কী করতে হবে জানতে চাইলে তিনি বলেন, ভবিষ্যতে CBHE, Jean Monnet (JM) বা EMJM-এর মতো অন্যান্য ইরাসমাস প্রকল্পে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে অংশগ্রহণকারী শনাক্তকরণ কোড নম্বর প্রয়োজন হবে। বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এ ধরনের ফান্ড পাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নয়, তবে এ লক্ষ্যে কাজ চলমান রয়েছে।

জানা যায়, আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পার্টনার প্রতিষ্ঠানগুলো এ প্রাতিষ্ঠানিক আইডি ব্যবহার করে আইসিএম ফান্ডের জন্য আবেদন করতে পারবে। আবেদন সফল হলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহরাওয়ার্দীর পরীক্ষাকেন্দ্রে কবি নজরুল কলেজ শিক্ষার্থীদের নকলের ছড়াছড়ি

ইরানের পারমাণবিক কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া

জামিন ছাড়াই কারামুক্তি পাওয়া সেই ৩ আসামি গ্রেপ্তার

সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ালে ১৭ বছরের নিপীড়নের গল্পকে ভুয়া ধরব : আসিফ মাহমুদ

রাজধানীতে আজ কোথায় কী

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চাকরি দিচ্ছে আবুল খায়ের গ্রুপ, লাগবে না অভিজ্ঞতা 

৫০তম বিসিএসের প্রিলি আজ

বন্দি বিনিময়ের শেষ ধাপে ১৫ ফিলিস্তিনির মরদেহ হস্তান্তর করল ইসরায়েল

টিভিতে আজকের যত খেলা

১০

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

১১

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১২

আজ যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

১৩

৩০ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৪

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৫

সম্প্রীতির চট্টগ্রাম গড়তে রাজনীতি করছি : সাঈদ আল নোমান

১৬

শুধু বগুড়া নয়, পুরো দেশের কথা চিন্তা করতে হবে : তারেক রহমান

১৭

ক্ষমতা নয়, দায়িত্ব চাই : ডা. ফজলুল হক

১৮

বঙ্গবন্ধু ল’ কলেজের নাম পরিবর্তন

১৯

কওমি মাদ্রাসা আমাদের হৃদয়, আমাদের কলিজা : জামায়াত আমির

২০
X