

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ২০২৫ খ্রিষ্টাব্দের জন্য আইএসও ৯০০১:২০১৫ সনদ অর্জন করেছে, যা শিক্ষা ও ব্যবস্থাপনায় গুণগত মান, দক্ষতা ও ধারাবাহিক উন্নয়নের প্রতি প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির আন্তর্জাতিক স্বীকৃতি।
মঙ্গলবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউল্যাব কর্তৃপক্ষ।
ভারপ্রাপ্ত উপাচার্য ও আইকিউএসি পরিচালক অধ্যাপক জুড উইলিয়াম হেনিলো, সোশ্যাল ভিশন কর্পোরেশন লিমিটেডের মি. শংকর চন্দ্র দাসের কাছ থেকে সনদ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য, ড. ওয়াজির এ এফ আহমদ, লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল ইসলাম (অব.) ও মো. বাচু মিয়া।
অধ্যাপক হেনিলো বলেন, এ অর্জন ইউল্যাবের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন, যা প্রতিষ্ঠানটিকে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে আরও দৃঢ় অবস্থানে এনেছে।
মন্তব্য করুন