কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইউআইইউর শিক্ষকের বাংলাদেশ ব্যাংক’র সেমিনারে অর্থনীতির নবায়িত দৃষ্টিভঙ্গি উপস্থাপন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইকোনমিক্স বিভাগের প্রধান এবং ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের (আইআইবিএফই) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক গতকাল বাংলাদেশ ব্যাংক আয়োজিত সেমিনারে ‘দ্য ফিউচার অব ইকোনমিক্স: রিমেইনিং ফর শেয়াড এন্ড সাসটেইনেবল প্রস্পেরিটি’ শীর্ষক লেকচার প্রদান করেন। ব্যাংকের গবেষণা বিভাগ দ্বারা আয়োজিত সেমিনারটি গতকাল বাংলাদেশ ব্যাংকের সেমিনার রুমে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতিবিদ অধ্যাপক ড. আখতার হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) ইকোনমিক্স বিভাগের প্রধান এবং ইনস্টিটিউট অব ইসলামিক ব্যাংকিং, ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের (আইআইবিএফই) পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. গোলজারে নবী।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ ওমর ফারুক, তার উপস্থাপনায় আধুনিক অর্থনীতির গুরুত্বপূর্ণ অবদানকে এমন একটি শাখা হিসেবে স্বীকৃতির কথা তুলে ধরেন। এর বিশ্লেষণাত্মক কাঠামো বাজার প্রক্রিয়া, ব্যবসায়িক সাইকেল এবং তথ্যপ্রযুক্তি বোঝার জন্য শক্তিশালী হাতিয়ার হিসেবে উল্লেখ করেন। তিনি এমন একটি শৃঙ্খলার পক্ষে পরামর্শ দিয়েছেন যা বাস্তব-বিশ্বের জটিলতার সাথে গভীর সংযোগের সাথে মডেলিংয়ের শক্তিকে পরিপূরক করে। তার আলোচনায় ড. পিটার বোয়েটকের পরামর্শ ‘অর্থনীতিবিদদের ব্ল্যাকবোর্ডের দিকে কম সময় ব্যয় করা উচিত এবং জানালার বাইরে বেশি সময় তাকানো উচিত’ উদ্ধৃতটি তুলে ধরেন।

সামগ্রিক, স্থিতিস্থাপক এবং সমস্যা সমাধানকারী অর্থনীতির দিকে একটি পথ তৈরি করতে প্রফেসর ওমর ফারুক একটি সমন্বিত এজেন্ডা প্রস্তাব দেন একই সঙ্গে এই দৃষ্টিভঙ্গি ক্ষেত্রের নৈতিক ভিত্তি পুনরুদ্ধারের জন্য নীতিগত এবং সামাজিক উদ্বেগের পুনঃএকীকরণের আহ্বান জানায়। তিনি ব্যাখ্যা করেন, যে কীভাবে আধুনিক অর্থনীতির জনক হিসেবে ব্যাপকভাবে বিবেচিত অ্যাডাম স্মিথ মূলত দ্য ওয়েলথ অফ নেশনস-এর জন্য প্রশংসিত হন, কিন্তু তার পূর্ববর্তী কাজ, দ্য থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস, সমসাময়িক চিন্তাভাবনা দ্বারা মূলত উপেক্ষা করা হয়েছে। তিনি বাংলাদেশের মতো গতিশীল অর্থনীতির জন্য অভিযোজিত, অ-রৈখিক অর্থনীতিকে আরও ভালভাবে বোঝার জন্য একটি সিস্টেমের মাধ্যমে চিন্তাভাবনা গ্রহণের গুরুত্ব সম্পর্কে তুলে ধরেন।

তিনি বাস্তুশাস্ত্র, সমাজবিজ্ঞান, মনোবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এবং প্রযুক্তি অধ্যয়নের মতো ক্ষেত্রগুলির সঙ্গে অর্থনীতির আন্তঃবিষয়ক একত্রীকরণের গুরুত্বের ওপর জোর দেন। তার সমাপনী বক্তব্যে, একটি অর্থনৈতিক বিজ্ঞানের উচ্চাকাঙ্ক্ষী চিত্র এঁকেছেন যা মানবতার জন্য একটি ব্যবহারিক হাতিয়ার হিসেবে কাজ করে, নীতিগত, টেকসই, শোষণ (জুলম)-মুক্ত এবং ভাগ করা সমৃদ্ধির জন্য সমাজ গঠনের বিভিন্ন বিষয় গুরুত্ব দেন। এছাড়াও তিনি বলেন, অর্থনীতির পূর্ণকল্পনাকে তার অতীতের অর্জনগুলোকে বাতিল করে দেওয়ার মতো নয়; বরং একবিংশ শতাব্দীতে এর ধারাবাহিক প্রাসঙ্গিকতা ও কার্যকারিতা নিশ্চিত করার জন্য একটি প্রয়োজনীয় এবং ইতিবাচক বিবর্তন হিসেবে রূপায়িত করে।

উপস্থাপনা শেষে, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এবং বিভিন্ন অর্থনীতিবিদের সাথে একটি সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে অর্থনৈতিক চিন্তাভাবনা এবং নীতির ভবিষ্যৎ সম্পর্কে একটি সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলেবে বলে সকলে একমত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ দুই বাহিনীর হাতে, ঢুকতে লাগে অনুমতি!

ঘোষণা দিয়েও ইসলামী আন্দোলনের আমিরের আসন ছাড়েনি জামায়াত

সব রেকর্ড ভেঙে দেশে স্বর্ণের দামে ইতিহাস

দুই দেশ থেকে ফেরত এলো ৫৬০০ পোস্টাল ব্যালট

বাবা হতে চলেছেন সৌম্য সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরের সম্মানে যে ২ আসন ছাড়ল ইসলামী আন্দোলন

শুধু পড়াশোনার চাপ নয়, শিশুদের আগ্রহের বিষয়টিতে উৎসাহ দেওয়া জরুরি

ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে ৪ দিনের ছুটি

আমার কর্মীদের ভয়ভীতি দেওয়া হচ্ছে : মহিউদ্দিন আহমেদ

আলিফ হত্যা মামলা / নিজেকে নির্দোষ দাবি করলেন চিন্ময় ব্রহ্মচারী

১০

আমির হামজার সকল ওয়াজ-মাহফিল স্থগিত ঘোষণা

১১

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা প্রত্যাহার দুই দেশের

১২

পঞ্চগড়ে জাতীয় ছাত্রশক্তির ‘হ্যাঁ যাত্রা’ ক্যাম্পেইন

১৩

শাকসু নির্বাচন নিয়ে উত্তাল শাবি

১৪

খড়িবাহী ট্রাকের চাপায় প্রাণ গেল মা-মেয়ের

১৫

দেশে প্রথম বেস আইসোলেশন প্রযুক্তিতে ফায়ার সার্ভিস ভবন নির্মাণ করছে গণপূর্ত

১৬

সাইড দিতে গিয়ে ট্রাকের নিচে মোটরসাইকেল, মা-মেয়ে নিহত

১৭

নির্বাচনকালীন সহিংসতা রোধে মাজআসের গোলটেবিল আলোচনা সভা

১৮

একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের সঙ্গে কারা?

১৯

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাকিস্তান, ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X