শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তিভিত্তিক পুনঃনিয়োগ পেয়েছেন মো. দেলোয়ার হোসেন মজুমদার। দুই বছর মেয়াদের জন্য পুনঃনিয়োগ প্রাপ্তির পর তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। চাকরিজীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করেছেন। এ জন্যই পুরস্কারস্বরূপ তাকে আবার একই পদে বহাল করা হয়েছে বলে জানা গেছে।
গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) পুনঃনিয়োগ প্রাপ্তির পর তিনি ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয় ও ঢাকা মেট্রোর কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে দেলোয়ার হোসেন মজুমদারকে প্রধান প্রকৌশলী হিসেবে চুক্তি ভিত্তিক পুনঃনিয়োগ দেওয়াতে মেহেরপুর জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রকিবুল আহসান প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের প্রতি ধন্যবাদজ্ঞাপন করেন। পাশাপাশি তার নেতৃত্বে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন