দেশব্যাপী যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস-এ চলছে ডাবল খুশি অফার; যাতে যমুনা পণ্য কিনলেই রয়েছে মোটরসাইকেল, ফ্রিজ, টিভি, এসি, হোম অ্যাপ্লায়েন্সেসসহ অসংখ্য পুরস্কার জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ।
এ অফারে যমুনা ইলেকট্রনিক্সের সফিপুর প্লাজা থেকে মৌচাক, গাজীপুরের বাসিন্দা চন্দ্র শেখর দাস ও তার স্ত্রী সৃষ্টি রায় দাস রেফ্রিজারেটর কিনে জিতে নেন একটি ১৫০ সি.সি পেগাসাস মোটরসাইকেল।
সোমবার (৮ এপ্রিল) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে সৌভাগ্যবান কাস্টমারের নিকট মোটরসাইকেলটি হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের হেড অব প্লাজা ই-কমার্স ও বিটুবি এস এম সালাউদ্দিন, এজিএম ব্র্যান্ড ডেভেলপমেন্ট রুহুল কে সাগর, অ্যাসিসট্যান্ট ম্যানেজার ব্র্যান্ড ডেভেলপমেন্ট সাবিরুল ইসলাম, সফিপুর প্লাজা ম্যানেজার মো. সিরাজুল ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, আর এই ঈদের খুশিকে সর্বজনীন করতে যমুনা ইলেকট্রনিক্স অ্রান্ড অটোমোবাইলসের পণ্যে চলছে ডাবল খুশি অফার। এ অফারে যমুনা রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টিভি, এসি, মাইক্রোওয়েভ ওভেন কিনে রেজিস্ট্রেশন করলেই ক্রেতারা পাচ্ছেন মোটরসাইকেল, ফ্রিজ, এসি, স্মার্ট টিভি, ওভেনসহ অসংখ্য হোম অ্যাপ্লায়েন্স জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ। সঙ্গে রয়েছে ৩০ শতাংশ পর্যন্ত নগদ মূল্যছাড়।
ক্রেতারা দেশব্যাপী ছড়িয়ে থাকা সকল যমুনা প্লাজা, ডিলার শোরুম, রিটেইলার শপ থেকে যমুনা পণ্য কিনে এই বিশেষ অফারটি লুফে নিতে পারবেন। “ডাবল খুশি অফার”টি ঈদ উপলক্ষে সবার জন্য উন্মুক্ত। যমুনা প্লাজা থেকে ক্রয়ে রয়েছে ২০ শতাংশ ডাউন পেমেন্টে ৬ মাস, ৯ মাস ও ১২ মাস মেয়াদি সহজ কিস্তি সুবিধা। এছাড়া ক্রেডিট কার্ডে ব্যাংক ইএমআই সুবিধাও পাবেন ক্রেতারা।
সাশ্রয়ী মূল্য আর গুণগত মানের কারণে যমুনা পণ্যের প্রতি ঝুঁকছেন ক্রেতারা। দেশের নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই দুঃসময়ের গুরুত্ব বিবেচনা করে কম দামে সর্বোচ্চ গুণগতমানের পণ্য কেনার সুযোগ করে দিচ্ছে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস।
মন্তব্য করুন