সোনারগাঁ (নারায়নগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৯:২০ এএম
অনলাইন সংস্করণ

ডিসি গার্ডেনের ভুতুড়ে বাড়িতে রাতে বসে মাদকের আসর

পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ডিসি গার্ডেন। ছবি : কালবেলা
পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ডিসি গার্ডেন। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর গঙ্গানগর এলাকার চর রমজান সোনাউল্লাহ মৌজায় ২০১৬ সালে প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ‘ডিসি গার্ডেন’।

ডিসি গার্ডেনই এখন দিনের বেলায় ভুতুড়ে বাড়ি আর রাতে মাদকসেবীদের আখড়া হয়ে উঠেছে। নির্মাণের পর থেকে ব্যবহৃত হয়নি একদিনও।

জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরীর গঙ্গানগর এলাকার চররমজান সোনাউল্লাহ মৌজায় ১ একর ৭৭ শতাংশ খাসজমিতে ২০১৬ সালে ডিসি গার্ডেন রেস্ট হাউস নামের প্রকল্পটি উদ্বোধন করা হয়।

নারায়ণগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা ও তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাসের ভূঁইয়ার তত্ত্বাবধানে এ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। যার নির্মাণ ব্যয় হয়েছিল প্রায় ৪৮ লাখ টাকা।

সরেজমিনে দেখা গেছে, বালুচরের চারদিকে ঝোপঝাড় বেষ্টিত তিন কক্ষবিশিষ্ট এক পরিত্যক্ত বাড়ি। বাড়ির ভেতরে গরু চষে বেড়াচ্ছে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা না থাকায় ডিসি গার্ডেনের দরজা-জানালাসহ বিভিন্ন মালামাল লুট হয়ে গেছে। বাড়িটির দরজা, জানালা ও আসবাবপত্রের কোনো অস্তিত্ব নেই বললেই চলে।

শৌচাগার, রান্নাঘর থেকে শুরু করে প্রতিটি কক্ষই যেন পরিত্যক্ত অবস্থায় আছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ইট, বালু। মেঝেতে পড়ে আছে মাদকসেবীদের ব্যবহৃত জিনিসপত্র। নামে মাত্রই এটি ডিসি গার্ডেন।

স্থানীয়রা জানান, ডিসি গার্ডেন নামের রেস্ট হাউজটি নির্মাণের পর এখানে একদিনের জন্যও কোনো সরকারি কর্মকর্তাকে আসতে কিংবা থাকতে দেখা যায়নি। উপজেলা সংলগ্ন সরকারি খাস জমি অনেক ছিল।

এমন একটি জনবিচ্ছিন্ন জায়গাতে রেস্ট হাউজটি নির্মাণ করেছেন তা তাদের জানা নেই। তবে বর্তমানে অন্ধকার নেমে এলেই এখানে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি মাদকসেবীদের আখড়ায় পরিণত হয়।

তারা আরও জানান, এখানে প্রচুর খাসজমি রয়েছে। এ এলাকায় কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। এখানে একটি বিদ্যালয় করে দেওয়ার দাবি জানাই।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানান, এখানে আশপাশে অনেক নামিদামি কোম্পানি রয়েছে। তারা নানাভাবে এসব পরিত্যক্ত সরকারি জায়গাগুলো স্থানীয় কিছু প্রভাবশালীদের নিয়ে প্রশাসনকে ম্যানেজ করে দখল নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মাহফুজ কালবেলাকে বলেন, কয়েকদিনের মধ্যেই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করা হবে। তারপর এর রিপোর্ট পাঠানো হবে। আমি এখানে যোগদানের আগে এ রেস্ট হাউসের অধিকাংশ জিনিসপত্র চুরি হয়ে গেছে।

তিনি বলেন, রেস্ট হাউসের নিরাপত্তার দায়িত্বে কে ছিলেন? চুরির ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল কিনা সে বিষয়ে জানার চেষ্টা চলছে। জড়িতদের বিরুদ্ধে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

১০

প্যানেলে তন্বির জন্য পদ শূন্য রাখলেও একই পদে লড়ছেন বাগছাসের এক নেতা

১১

বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

১২

আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক জোট

১৩

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বিএনপি অঙ্গীকারবদ্ধ : এনামুল হক চৌধুরী

১৪

জিপিএ ৫ পেয়েও দ্বিতীয় ধাপে কলেজ পায়নি ১৪১৮ জন

১৫

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বড় রদবদল

১৬

রাজশাহীর প্রবীণ সংবাদপত্র এজেন্ট হেকমত উল্লাহ মারা গেছেন

১৭

রোডম্যাপ কার্যকরের আগে জুলাই সনদ ঘোষণা করতে হবে : খেলাফত মজলিস

১৮

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

১৯

দ্বিতীয় ধাপে শিক্ষার্থী পায়নি ৪১৩ কলেজ

২০
X