নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪, ০৫:১৩ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

টানা বর্ষণে নাইক্ষ্যংছড়িতে পানিবন্দি দুই শতাধিক পরিবার

টানা ভারি বর্ষণে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে নাইক্ষ্যছড়ি এলাকা। ছবি : কালবেলা
টানা ভারি বর্ষণে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে নাইক্ষ্যছড়ি এলাকা। ছবি : কালবেলা

টানা চার দিনের ভারি বর্ষণে পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে বান্দরবানের নাইক্ষ্যছড়ি খালের বেইলি ব্রিজটি। এতে যানচলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী, দোছড়ি ইউনিয়নসহ রামু উপজেলার গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের প্রায় দুই লাখ মানুষ।

অপর দিকে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু খালের পানির স্রোতে ভেসে গিয়ে ১০ বছরের ৫ম শ্রেণিতে পড়ুয়া ইমরান নামের এক শিশু এখনো নিখোঁজ রয়েছে।

পাহাড়ধসে প্রাণ হানির ঘটনা না ঘটলেও শতাধিক কাঁচা বাড়িঘরের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তার মধ্যে, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে ২ শতাধিক পরিবার। স্থান ভেদে দেখা মিলেছে পাহাড়ধস।

বৃহস্পতিবার (১ আগস্ট) সরজমিনে ঘুরে দেখা যায়- নাইক্ষছড়ির ঘুমধুম ইউপির ১নং ওয়ার্ডের পশ্চিমকূল, ক্যাম্প পাড়া, ঘোনারপাড়া, হিন্দুপাড়া, বাজারপাড়া, ২নং ওয়ার্ডের কোনারপাড়া ও মধ্যমপাড়াসহ ৫ গ্রামে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় খাবারের। এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সড়কে পাহাড়ধসে বড় বড় গাছ উপড়ে পড়ে ও রাস্তার ওপর ঢলের পানি প্রবাহিত হওয়ায় যানচলাচল বন্ধ রয়েছে।

দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক বলেন, রাস্তা প্রশস্ত করতে পাহাড় থেকে মাটি নেওয়ায় এ অবস্থা হয়েছে। রাস্তার দুই পাশে যদি টেকসই গাইডওয়াল দেওয়া হয় পরবর্তীতে বড় ধরণের ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে পারে আতঙ্কিত পরিবারগুলো।

এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে জাহাঙ্গীর আজিজ কালবেলাকে জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ইউনিয়নের বিভিন্ন পাড়া, রাস্তা ও দোকান প্লাবিত হয়েছে। পাশাপাশি অনেক স্থানে পাহাড়ধসে পড়ায় যানচলাচল বন্ধ হয়ে যায়।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহে নেওয়াজ বলেন, টানা বর্ষণে গত ২৯ জুলাই ঢলের পানিতে এক শিশু ভেসে গিয়ে এখনো নিখোঁজ রয়েছে। তাছাড়া পানি কমলেও বাড়ির উঠোনে এখনো পানি রয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমদ কালবেলাকে জানান, এমপি মহোদয়ের মাধ্যমে ব্রিজটি পূর্ণ সংস্কারের আবেদন করা হয়েছে। আর পাহাড়ে বসবাসরত সবাইকে সতর্ক করা হয়েছে। পাহাড় ধস ও পানিবন্দি স্থানগুলো পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের আপাতত শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে, পরবর্তীতে সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অপর দিকে রামু উপজেলার গর্জনিয়ার মাঝিরকাটা, বড় বিল, কচ্ছপিয়া ইউনিয়নের হাজিরপাড়া, ফাক্রিরকাটা ও চাকমারকাটা বড় জাংছড়িসহ বেশ কিছু গ্রামের মানুষ পানিবন্দি রয়েছে।

এ বিষয়ে রামু উপজেলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভুট্টো কালবেলাকে জানান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের এলাকার খোঁজখবর রাখতে বলা হয়েছে। আর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের শুকনো খাবারসহ প্রয়োজনীয় ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া কালবেলাকে বলেন, পানিবন্দি মানুষের খোঁজখবর নেওয়া হচ্ছে। জনসাধারণকে সতর্ক করার জন্য প্রতিটি ইউনিয়নে মাইকিং করা হয়েছে। পানি কমলে ব্রীজ সচল করা হবে। তাছাড়া নিখোঁজ শিশুটির উদ্ধারে তৎপরতা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিটিভিতে সরাসরি দেখা যাচ্ছে বাংলাদেশ–হংকং ম্যাচ

নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতে কাজ করছে রাজউক : চেয়ারম্যান

বিস্ফোরক অভিযোগ আবু ত্বহার স্ত্রীর

পিকে হালদারের সহযোগী তাজবীরের জামিন

চট্টগ্রামে মিলল বিপুল জাল টাকা

পেনাল্টিতে গোল হজম করে বিরতিতে হামজারা

১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ২৯ জেলায় বৃষ্টির আভাস

মিরপুরের আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৬

নভেম্বরে গণভোট চাওয়াদের কোনো মাস্টারপ্ল্যান আছে কিনা, প্রশ্ন রিজভীর

ফ্রান্সে ‘আশা এবং আমার সংগ্রাম’ গ্রন্থের প্রকাশনা উৎসব

১০

শাপলা প্রতীক না পাওয়ার প্রশ্নে যা বললেন সারজিস আলম

১১

দুই গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে ব্রাজিলের হার

১২

ভারত থেকে উদ্ধার দুই বাংলাদেশি তরুণী

১৩

শিক্ষা উপদেষ্টাকে আইনি নোটিশ

১৪

বরিশাল সদর উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা

১৫

সরিয়ে দেওয়া হলো শিক্ষার ডিজিকে 

১৬

ভিকারুননিসার ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

১৭

গাজাকে নতুন করে নির্মাণ নিয়ে কী বলছেন ট্রাম্প

১৮

সিজেএফবি বিশেষ সম্মাননা পাচ্ছেন  / বেবী নাজনীন, পূর্ণিমা এবং কাজী জেসিন

১৯

শিশুশ্রম নিরসনে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকে এগিয়ে আসতে হবে

২০
X