বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থানের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জনজীবন। সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকেই কর্মচালঞ্চল্য হয়ে ওঠে সর্বত্র। তবে পুলিশশূন্য রয়েছে পুরো ফুলবাড়ী উপজেলা।
বুধবার (৭ আগস্ট) সকালের দিকে রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার পর থেকে তা বাড়তে থাকে। তবে রিকশাভ্যান, অটোরিকশাসহ সিএনজিচালিত তিন চাকার যানবাহন ছিল চোখে পড়ার মতো। স্কুল-কলেজে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম।
বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌরশহর ঘুরে দেখা গেছে, আগে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ সদস্যরা যানবাহন চলাচলের সময় যানজট নিরসনে দায়িত্ব পালন করলেও বুধবার শহরে কোথাও কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। ফলে ছোট-বড় যানবাহনগুলো নিজ দায়িত্বে সাবধানতার মধ্যেই যানবাহন চালাচল করছে। স্কুল-কলেজে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি থাকলেও শিক্ষার্থীদের তেমন উপস্থিতি নেই। তবে কিন্ডারগার্টেন স্কুলগুলোতে তুলনামূলক শিক্ষার্থীর উপস্থিতি ছিল বেশি।
এদিকে ফুলবাড়ীতে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের সহিংসতার ঘটনা যাতে না ঘটে সেজন্য বৈষম্যবিরোধী শিক্ষার্থীরাসহ উপজেলা ও পৌর শাখা বিএনপি, উপজেলা শাখা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। উপজেলার প্রত্যেকটি পাড়া-মহল্লাকে সার্বিকভাবে নিরাপদ রাখতে দলীয় নেতাকর্মীরা নজরদারি করছেন। একইভাবে সার্বক্ষণিকভাবে পৌরশহরের পাড়া-মহল্লায় পৃথকভাবে ঘুরছেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন, সাবেক পৌর মেয়র মর্তুজা সরকার মানিক, সিপিবির এসএম নূরুজ্জামান জামান, স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি মানিক মণ্ডল প্রমুখ।
সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকে মোহাম্মদ আলী বলেন, বিদ্যালয়ের শিক্ষকরা যথাসময়ে উপস্থিত থাকলেও একজন শিক্ষার্থীও উপস্থিত ছিল না। আগামী দুয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।
ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক বলেন, বিদ্যালয় খোলার পর শিক্ষকরা যথাসময়ে উপস্থিত হলেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই। তবে আগামী দুয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।
সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। উপস্থিত শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়েছে। দ্রুতই শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে।
ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, পুলিশ বাহিনীর সংস্কারের আন্দোলনের জন্য তারাও কর্মবিরতিতে আছেন। ফলে কোনো ধরনের দায়িত্ব পালন করছেন না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল কালবেলাকে বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা কাজ করছেন।