ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০২:১৪ পিএম
অনলাইন সংস্করণ

স্বাভাবিক হয়ে আসছে ফুলবাড়ীর জনজীবন

জনজীবন স্বাভাবিক হয়ে আসায় ফুলবাড়ীর বিভিন্ন সড়কে যানবাহন চলছে। ছবি : কালবেলা
জনজীবন স্বাভাবিক হয়ে আসায় ফুলবাড়ীর বিভিন্ন সড়কে যানবাহন চলছে। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণঅভ্যুত্থানের পর থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার জনজীবন। সরকারি-বেসরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকায় মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকেই কর্মচালঞ্চল্য হয়ে ওঠে সর্বত্র। তবে পুলিশশূন্য রয়েছে পুরো ফুলবাড়ী উপজেলা।

বুধবার (৭ আগস্ট) সকালের দিকে রাস্তায় যানবাহনের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার পর থেকে তা বাড়তে থাকে। তবে রিকশাভ্যান, অটোরিকশাসহ সিএনজিচালিত তিন চাকার যানবাহন ছিল চোখে পড়ার মতো। স্কুল-কলেজে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম।

বেলা সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌরশহর ঘুরে দেখা গেছে, আগে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ সদস্যরা যানবাহন চলাচলের সময় যানজট নিরসনে দায়িত্ব পালন করলেও বুধবার শহরে কোথাও কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। ফলে ছোট-বড় যানবাহনগুলো নিজ দায়িত্বে সাবধানতার মধ্যেই যানবাহন চালাচল করছে। স্কুল-কলেজে শিক্ষক-কর্মচারীদের উপস্থিতি থাকলেও শিক্ষার্থীদের তেমন উপস্থিতি নেই। তবে কিন্ডারগার্টেন স্কুলগুলোতে তুলনামূলক শিক্ষার্থীর উপস্থিতি ছিল বেশি।

এদিকে ফুলবাড়ীতে শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো ধরনের সহিংসতার ঘটনা যাতে না ঘটে সেজন্য বৈষম্যবিরোধী শিক্ষার্থীরাসহ উপজেলা ও পৌর শাখা বিএনপি, উপজেলা শাখা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে। উপজেলার প্রত্যেকটি পাড়া-মহল্লাকে সার্বিকভাবে নিরাপদ রাখতে দলীয় নেতাকর্মীরা নজরদারি করছেন। একইভাবে সার্বক্ষণিকভাবে পৌরশহরের পাড়া-মহল্লায় পৃথকভাবে ঘুরছেন পৌর মেয়র মাহমুদ আলম লিটন, সাবেক পৌর মেয়র মর্তুজা সরকার মানিক, সিপিবির এসএম নূরুজ্জামান জামান, স্বর্ণ শিল্পী সমিতির সভাপতি মানিক মণ্ডল প্রমুখ।

সুজাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকে মোহাম্মদ আলী বলেন, বিদ্যালয়ের শিক্ষকরা যথাসময়ে উপস্থিত থাকলেও একজন শিক্ষার্থীও উপস্থিত ছিল না। আগামী দুয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

ফুলবাড়ী গোলাম মোস্তফা (জিএম) পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হক বলেন, বিদ্যালয় খোলার পর শিক্ষকরা যথাসময়ে উপস্থিত হলেও শিক্ষার্থীদের উপস্থিতি নেই। তবে আগামী দুয়েক দিনের মধ্যেই শিক্ষার্থীদের উপস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

সুজাপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার চক্রবর্তী বলেন, শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। উপস্থিত শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়েছে। দ্রুতই শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে।

ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, পুলিশ বাহিনীর সংস্কারের আন্দোলনের জন্য তারাও কর্মবিরতিতে আছেন। ফলে কোনো ধরনের দায়িত্ব পালন করছেন না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল কালবেলাকে বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক করতে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টরা কাজ করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বেচ্ছাসেবক দলের নেতাকে খুনের ঘটনায় যুবদলের কর্মীকে পিটিয়ে হত্যা

টেকসই ও নিরাপদ খাদ্য উৎপাদনে বাংলাদেশ ও ডেনমার্কের চুক্তি স্বাক্ষর

নাটোরে একদিনে ৩টি মামলা থেকে খালাস পেলেন বিএনপি নেতা দুলু

অভিনেত্রীকে যৌন হেনস্তা ইস্যুতে মুখ খুললেন অরিন্দম

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

সীমান্ত হত্যা বন্ধে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

পাবিপ্রবিতে বিলম্বে শুরু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময়

পাকিস্তান নয় লিটনের ভাবনাজুড়ে ভারত সিরিজ

ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে গণঅধিকার পরিষদ নেতাদের বৈঠক

মিঠাপুকুর প্রেস ক্লাবের সভাপতি শেখ শাদী, সম্পাদক রিফুল

১০

তোপের মুখে মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের পদত্যাগ

১১

ট্রাকচাপায় দুই পোশাক শ্রমিক নিহত, গাজীপুরে সড়ক অবরোধ

১২

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

১৩

চাবিপ্রবির দুই শিক্ষককে বহিষ্কার

১৪

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম কমবে কবে?

১৫

দলকে সেরাটা দেওয়া এখনো বাকি নাহিদ রানার

১৬

বিধবার জমি দখলে নিলেন সাবেক মেম্বার

১৭

মিরসরাইয়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত

১৮

কেন্দ্রীয় ব্যাংকের কোন ডেপুটি গভর্নর কোন বিভাগের দায়িত্বে

১৯

বিটিআরসির নতুন চেয়ারম্যান এমদাদ উল বারী

২০
X